Tuesday, January 10, 2017

আমি শাড়ি, বেনারসী।
আমার রঙে রাঙিয়ে ওঠে বিবাহ বাসরে নবপরিণীতা বঙ্গবধুরানী।
আমি নইলে মিথ্যে হত হাজার আলোকমালা।
আমি নইলে মিথ্যে হত তোমার আমার ক্যামেরা বন্দী হওয়া।।
আগামী বিয়ের মরসুম কে মাথায় রেখে এই impromptu parody!