Tuesday, March 7, 2017
The nostalgia of smell
কাচা জামাকাপড় দড়ি থেকে তুলে ঘরে আনতে আনতে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ নাকে এল। Fabric conditioner এর floral smell। কেন জানিনা হঠাৎ করে গন্ধে আমার মইমার কথা মনে পড়ে গেল। মইমার থেকে কোনোদিনও এই গন্ধ পাইনি, তবুও কেন কে জানে। দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে Howrah'র বাড়ির স্বপ্নও দেখে ফেললাম। আহ্! কি আরাম ফেলে আসা দিনগুলিতে।
এই জামাকাপড়ের গন্ধের প্রসঙ্গে মনে পড়ে গেল।প্রত্যেকবার বাড়ী থেকে IIT চলে আসার আগে ভাবি।মায়ের একটা না-কাচা, preferably ঘরে পরার শাড়ী নিয়ে আসলে কেমন হয়। বেশ কিছুদিন একটা মা-মা গন্ধ পাব।
Sarayu Extension-এর hostel এ থাকতে থাকতে মাঝেসাঝে উল্টোদিকের বাঙালী একটা বাড়ী থেকে ডিমের ঝোলের গন্ধ আসত। রোজ রোজ সাম্বার রসম দিয়ে কোনক্রমে ভাত খেয়ে সেই ডিমের কারির সুগন্ধ- উফ্!
আসলে গন্ধগুলি যত না ভাল লাগে, তার থেকে বেশী ভাল লাগে ওগুলির সাথে জড়িয়ে থাকা কিছু স্মৃতি। এই যেমন সেদিন একটা scent এর বোতলে হাত চলে গেল- খুব rarely use করি। কিছুদিন আগে Yelagiri গিয়ে ওটা ব্যবহার করেছিলাম। সেদিন খুব ইচ্ছে করল trip টা কে আরেকবার অনুভব করতে, তাই অবার কুর্তিতে একটু spray করে নিলাম।
Subscribe to:
Posts (Atom)