Friday, October 19, 2012

Pujor Golpo (পুজোর গল্প)



ষষ্ঠীর ভোরবেলা। টাক্সি ছুটে চলেছে এয়ারপোর্ট থেকে আনন্দীর যোধপুর পার্ক এর বাড়ীর দিকে। আজ ৫বছর পর সে তার প্রিয় কলকাতায়। চারিদিক কি দারুন সেজে আছে। প্রতিটি বাড়ী নতুন রঙ করা। পার্ক এর রেলিঙ, দোলনা সব কি রঙিন। রাস্তায় লোকজন মর্নিং ওয়াক এ বেরিয়েছে। সকলের মুখে কি সুন্দর হাসি লেগে আছে। সিগনালএ ট্যাক্সিটা দাঁড়াতে ও শুনতে পেল এক বৃদ্ধা আরেক বৃদ্ধা কে বলছে, “জানো আমার এই পুজোতে ভারী আনন্দ, আমার নাতনী আসছে আমার সাথে সপ্তমীর দিন ঠাকুর দেখতে যাবে বলে।’’ ওর মনটা খুশীতে ভরে গেল।
এরপর ট্যাক্সি চলতে লাগলো। ওদের বাড়ির মুখটায় ট্যাক্সি থেকে নেমে গেল। দেখল পাড়ার চায়ের দোকানের ছেলেটা, কি জানি নাম, পল্টু বোধ হয়, একটা নতুন শার্ট প্যান্ট পরে হাসি মুখে দাঁড়িয়ে।ওকে দেখে এগিয়ে এসে বলল “ দিদি ভাল আছ? দেখ আমি নতুন জামা পরেছি। ক্লাব এর কাকুরা আর দাদারা আমায় আর বস্তির সব বাচ্চাদের পুজোয় দুটো করে জামা প্যান্ট দিয়েছে”।
মনটা আর ভরে গেল। সত্যি, এইতো আমাদের সবার খুশীর সময়।

                                                                       






                                                         

No comments:

Post a Comment