Thursday, December 15, 2016

গানে ভুবন ভরিয়ে দেবো

আকাশবাণী কলকাতা। কলকাতা ক শুনছেন। পরবর্তী অনুষ্ঠান অনুরোধের আসর।
উফফ ঠাম্মা, আবার শুরু হল তোমার ওই প্যানপ্যানানি গানের প্রোগ্রাম? তার চেয়ে মিরচিতে দাও না, ভালো গান দেবে।
চুপ কর মুখপুড়ি, তুই রুটি ক'টা বেলে ফেল এইবেলা। অনুরোধের আসর শেষ হলে আমি খেয়ে শুয়ে পড়ব। আর শোন, অত গজগজ করতে হবেনা।
পরের গানের জন্য চিঠি এসেছে আসানসোলের রফিক ভাই, রুমানা বিবি, পল্টন মিয়াঁ, শ্যামনগরের বাবলু,রাজু শেখ, মিনতি, পায়েল, ডোমজুরের রবি মান্না, তুলি মান্না, কিশোর মান্না ও পরিবারের আর সক্কলের থেকে। পছন্দের গান, "এই তো হেথায় কুঞ্জছায়ায়"।
আহা, কী সুন্দর গানগুলো। এইসব শোন রে.. তা না, যত ছাইপাঁশ কীসব শুনে বেড়াস।
এরপরের গানের জন্য একটি বিশেষ অনুরোধের চিঠি এসেছে। চিঠিটি পাঠিয়েছেন রসুলপুরের তারাচাঁদ বিশ্বাস। লিখছেন, প্রিয় বকুল বহু বছর আগে যেমন করে তোমায় গান গেয়ে শোনাতাম, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, আজ আমার কণ্ঠ প্রায় রুদ্ধ। তাই অনুরোধের আসরের মাধ্যমে তোমায় শোনাতে চাই শচীন কর্তার এই গানখানি। আমি জানি, তুমি আজও নিয়ম করে এই অনুষ্ঠান শোনো...ইতি তোমার তারা।
পরের গান, তারার বকুলের জন্য। বর্ণে গন্ধে।
ছোট্ট ঘরে বসে সেদিন গান শুনতে শুনতে বকুলবালা দেবীর দুই গাল বেয়ে জল নামল অকূল বেগে।

https://www.youtube.com/watch?v=ITA4J9-22YY

Thursday, December 8, 2016

অগলে জনম মোহে বিটিয়া না কী জো।

হঠাৎ যদি শোন আমি নেই, তুমি কি আমার জন্য কাঁদবে?
তুমি আমার কথা ভাববে?
তোমার মনে পড়বে কি শীতের সকালের কুয়াশার মধ্যে থেকে আমায় হাতছানি দিয়ে ডাকতে...
আমি তখন সদ্য হাই স্কুলে প্রবেশ করেছি, তুমি তখন ক্লাস ইলেভেন।
প্রেয়ার রুমে ঢোকার আগে আলগোছে আমার বিনুনি টেনে চলে যেতে...
আমি রোজ রাগের ভান করতাম, তুমি দূর থেকে দেখতে আর হাসতে।।

তোমার মনে পড়বে আমার সেই লাল উড়নি যা দিয়ে একদিন বেঁধেছিলে গাঁটছড়া পোড়ো মন্দিরে?
আর সেই ঘেয়ো কুকুরটা, যার ভয়ে আমি কিছুতেই তোমার হাতটা ছাড়তে চাইনি...?
খেলার ছলে বাঁধা আমাদের ওই খেলাঘর, কিছু ঘণ্টার সংসার আমাদের...?
নাকি শুধুই মনে পড়বে আমার দাদা ও তার বন্ধুদের লাল চোখ
আর তাদের প্রত্যেকের হাতের হকি স্টিক আর লোহার চেন?
কল্পনা করবে আমি কত সুখে ঘরকন্না করছি আমার বাপের বয়সী স্বামীর সংসারে?
কুলীন শাশুড়ির "আদরে"  আমি কিরকম মুটিয়েছি?,
ভাববে তুমি পড়ে রইলে পক্ষাঘাতের রুগী হয়ে,
আর আমি কি না নিজের আখেরটা ঠিক গুছিয়ে নিয়েছি?
একটুও কাঁদবে না, বলো, আমি মরে গেলে?
কেঁদো না, তুমি, ওগো।
শুধু তোমার ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করো আমার জন্য
अगले जानम मोहे बिटिया ना की जो ।

http://www.breakingnews.ie/world/there-has-been-a-800-rise-in-honour-killings-in-india-767535.html

Friday, December 2, 2016

একটা কথা জিজ্ঞেস করি?
হ্যাঁ, কর।
কী দেখে তুমি আমার প্রেমে পড়েছিলে?
কে জানে, মনে হয় আলো কম ছিল তো, তাই বোধকরি ভুল করে ফেলেছি।
মানে?
না মানে, চিরকালই তো রাজেশ খান্নাকেই আমি idolise করে এসেছি, সেখানে তোমার ওই Jitendra মার্কা সাদা trouser look দেখে যে কি করে attracted হলাম, সেটাই ভাবছি। তাই বলছি যে আলো মনে হয় কম ছিল পূর্ণ সিনেমার ব্যালকনিতে, তাই...
হুমম।
কী গো, মুখ গোমড়া করে ফেললে যে বড়?
তা ৪৪ বছর ধরে যে তুমি মনেপ্রাণে এরকম একটা আক্ষেপ নিয়ে সংসার করছ আমার সাথে, জেনে কি আমি ধেই ধেই করে নাচব?
তুমি সেই চির ক্যাবলাই রয়ে গেলে! প্রেমে পড়ার আবার কোন কারণ থাকে নাকি? থাকলে তো কারণ vanish হলেই প্রেমও vanish!
বলছ?
হ্যাঁ বলছিই তো। চল তো এবার একটু হাসি মুখ করো দেখি?

https://soundcloud.com/suchetana-gupta/kis-liye-1