Thursday, December 8, 2016

অগলে জনম মোহে বিটিয়া না কী জো।

হঠাৎ যদি শোন আমি নেই, তুমি কি আমার জন্য কাঁদবে?
তুমি আমার কথা ভাববে?
তোমার মনে পড়বে কি শীতের সকালের কুয়াশার মধ্যে থেকে আমায় হাতছানি দিয়ে ডাকতে...
আমি তখন সদ্য হাই স্কুলে প্রবেশ করেছি, তুমি তখন ক্লাস ইলেভেন।
প্রেয়ার রুমে ঢোকার আগে আলগোছে আমার বিনুনি টেনে চলে যেতে...
আমি রোজ রাগের ভান করতাম, তুমি দূর থেকে দেখতে আর হাসতে।।

তোমার মনে পড়বে আমার সেই লাল উড়নি যা দিয়ে একদিন বেঁধেছিলে গাঁটছড়া পোড়ো মন্দিরে?
আর সেই ঘেয়ো কুকুরটা, যার ভয়ে আমি কিছুতেই তোমার হাতটা ছাড়তে চাইনি...?
খেলার ছলে বাঁধা আমাদের ওই খেলাঘর, কিছু ঘণ্টার সংসার আমাদের...?
নাকি শুধুই মনে পড়বে আমার দাদা ও তার বন্ধুদের লাল চোখ
আর তাদের প্রত্যেকের হাতের হকি স্টিক আর লোহার চেন?
কল্পনা করবে আমি কত সুখে ঘরকন্না করছি আমার বাপের বয়সী স্বামীর সংসারে?
কুলীন শাশুড়ির "আদরে"  আমি কিরকম মুটিয়েছি?,
ভাববে তুমি পড়ে রইলে পক্ষাঘাতের রুগী হয়ে,
আর আমি কি না নিজের আখেরটা ঠিক গুছিয়ে নিয়েছি?
একটুও কাঁদবে না, বলো, আমি মরে গেলে?
কেঁদো না, তুমি, ওগো।
শুধু তোমার ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করো আমার জন্য
अगले जानम मोहे बिटिया ना की जो ।

http://www.breakingnews.ie/world/there-has-been-a-800-rise-in-honour-killings-in-india-767535.html

No comments:

Post a Comment