আকাশবাণী কলকাতা। কলকাতা ক শুনছেন। পরবর্তী অনুষ্ঠান অনুরোধের আসর।
উফফ ঠাম্মা, আবার শুরু হল তোমার ওই প্যানপ্যানানি গানের প্রোগ্রাম? তার চেয়ে মিরচিতে দাও না, ভালো গান দেবে।
চুপ কর মুখপুড়ি, তুই রুটি ক'টা বেলে ফেল এইবেলা। অনুরোধের আসর শেষ হলে আমি খেয়ে শুয়ে পড়ব। আর শোন, অত গজগজ করতে হবেনা।
পরের গানের জন্য চিঠি এসেছে আসানসোলের রফিক ভাই, রুমানা বিবি, পল্টন
মিয়াঁ, শ্যামনগরের বাবলু,রাজু শেখ, মিনতি, পায়েল, ডোমজুরের রবি মান্না,
তুলি মান্না, কিশোর মান্না ও পরিবারের আর সক্কলের থেকে। পছন্দের গান, "এই তো হেথায় কুঞ্জছায়ায়"।
আহা, কী সুন্দর গানগুলো। এইসব শোন রে.. তা না, যত ছাইপাঁশ কীসব শুনে বেড়াস।
এরপরের গানের জন্য একটি বিশেষ অনুরোধের চিঠি এসেছে। চিঠিটি পাঠিয়েছেন
রসুলপুরের তারাচাঁদ বিশ্বাস। লিখছেন, প্রিয় বকুল বহু বছর আগে যেমন করে
তোমায় গান গেয়ে শোনাতাম, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, আজ আমার কণ্ঠ প্রায়
রুদ্ধ। তাই অনুরোধের আসরের মাধ্যমে তোমায় শোনাতে চাই শচীন কর্তার এই
গানখানি। আমি জানি, তুমি আজও নিয়ম করে এই অনুষ্ঠান শোনো...ইতি তোমার তারা।
পরের গান, তারার বকুলের জন্য। বর্ণে গন্ধে।
ছোট্ট ঘরে বসে সেদিন গান শুনতে শুনতে বকুলবালা দেবীর দুই গাল বেয়ে জল নামল অকূল বেগে।
https://www.youtube.com/watch?v=ITA4J9-22YY
No comments:
Post a Comment