Thursday, February 16, 2017

Everyday is Valentine's Day

- হ্যালো, বল।
- তুমি কি অফিস থেকে বেরিয়ে গেছ?
- এই just parking থেকে বেরচ্ছি। কেন?
- বেশ, আমি Traders' এর উল্টো footpathএ দাঁড়াচ্ছি, pick up করে নিও।
- আবার গড়িয়াহাট? আসছি। ১৫ মিনিটে।

- চল, লেক গারডেন্স ফ্লাইওভার ধর।
- কোনও প্রশ্ন নয়! বেশ বেশ। তাই চলি।
- ব্রিজের মাঝামাঝি গাড়ীটা পার্ক করবে।
- জো হুকুম।
- আহ! কতদিন পরে এমন সুন্দর একটা sunset দেখছি। I wish I had my camera with me now.
- এই নাও। তোমার camera, বয়ে নিয়ে এসেছি। আর এইটা নাও। তোমার জন্য gift।
- Wow! Tokina 11-16!! তুমি কি করে জানলে এটা আমার খুব শখ ছিল?
- বলি, তুমি কি সব বুদ্ধিসুদ্ধি অফিসেই ফেলে রেখে আসো নাকি? Amazon Wishlist বলেও তো কিছু আছে, নাকি?
- Oops! তা gift কেন পেলাম, জানতে পারি?
- হ্যাঁ নিশ্চয়ই পার! This is to celebrate our love. Let everyday be a celebration of love
- তথাস্তু!

No comments:

Post a Comment