- বলছি সকাল থেকে এত খুটুর খুটুর করে কী করছ বল তো রান্নাঘরে?
- চা বানাচ্ছি, আবার কি!
- ও। কিন্তু রোজই তো কর, কই এত আওয়াজ তো হয় না?
- তুমি এত পুলিশের মত প্রশ্ন কর কেন বল তো? হাত মুখ ধুয়ে বারান্দায় এস।
- বাবা! বেডটি জুটল না আজ? আসছি।
ওরে বাবা! এ যে দেখি এক্কেবারে elaborate English breakfast!!! হঠাৎ??
আবার সসেজ দিয়ে হার্ট বানিয়েছ!
- Happy Valentine's Day dear wife

- অফিস যাচ্ছনা বুঝি?
- নাহ! আজ ডুব।
দুই খাদ্যরসিক মিলে আজ চুটিয়ে প্রেম দিবস পালন করব চল! প্ল্যান কেমন, বল?
- দিব্য!
No comments:
Post a Comment