Wednesday, February 15, 2017

Extended Prem Dibos

- কাল কিন্তু খাওয়া দাওয়াটা জম্পেশ হল, কি বল?
- হ্যাঁ, তা হল বটে। আজকে কি প্ল্যান বলতো?
- আজ? আবার কিসের কি প্ল্যান?
- কেন প্রেম দিবস একদিন এ পালন করলে চলবে নাকি?
- ওমা, দিবস তো নামেই আছে। একদিনই তো পালন হবে!
- ধ্যাত, ওরকম করলে চলবেনা। চল, আজ একটা সিনেমা দেখে আসি। ম্যাটিনি শো তে।
- বলি তোমায় কি অফিস থেকে তাড়িয়ে দিয়েছে নাকি গো? এমন রোজ রোজ ছুটি পাচ্ছ কি করে হে?
- তুমি এত সন্দেহবাতিক কেন গো?
- না মানে ভূতের মুখে রামনাম শুনলে এরকম মনে হতেই পারে।
- ঠিক আছে, মনে থাকবে। আর বলো কোনদিনও, যে আমি কেন একটু রোম্যান্টিক হলাম না। আমিও দেখে নেব তখন।
- অনেক হয়েছে, দাঁড়াও, আজ একটা সিক লিভ নিয়ে নিই, তারপরে জমিয়ে এনজয় করা যাবে। সামনে তো আর কোন ছুটিছাটাও নেই। হতচ্ছাড়া দোলটাও এবারে উইকেন্ডে।


No comments:

Post a Comment