Sunday, February 26, 2017

Teethy nightmare

হ্যালো টুমা পিসি, তোমার দাঁতের ব্যাথা কি অবস্থা?
ওই আজ একটু কম। রুট ক্যানালের প্রথম সিটিং হয়ে গেল। 
যাক ভালো, এরপরে দেখবে আর ব্যথা হবেনা। আমি এক্সপিরিয়েন্সড। 
হুম।
আমার আবার আজ কে জানে কেন একটা দাঁত খুব নড়ছে।
দাঁত নড়ছে? সে কি রে? 
হ্যাঁ। এই তো এক্ষুনি দেখলাম। ওরে বাবা, লুড়লুড় লুড়লুড় করছে।
নাড়াস না। আপনে আপ আবার টাইট হয়ে যাবে।
এই যা! খুলে এল!
এহ?
হ্যাঁ! দিব্যি হাতে চলে এল দাঁতটা। কোন রক্তপাত ছাড়াই!
কোন দাঁত?
সেকেন্ড ক্যনাইন।
সেকেন্ড ক্যনাইন আবার কি? মানুষের তো ক্যানাইন একটাই থাকে এক একেকটা কোয়ার্টারে।
দাঁড়াও, জিভ ঠেকিয়ে দেখি।
হুম, এটা ফার্স্ট প্রি-মোলার দেখছি। রাইট। এই রে, এর পরেরটাও দেখছি নড়ছে।
জিভ দিসনা। 
সাঙ্ঘাতিক নড়ছে। উপ্স, এটাও খুলে গেল। কী হচ্ছে এসব টুমা পিসি?
তোকে বারণ করছি না দাঁতে জিভ ঠেকাস না।
আরে অটোমেটিকালি হয়ে যাচ্ছে।
চেষ্টা কর না করতে। অন্য কথা বল, বাবা মা কেমন ঘুরছে?
হ্যাঁ ভালোই। ফোনের সিগ্নাল ভালো পাচ্ছেনা। আজ দারজিলিং যাচ্ছে। ওখান থেকে কথা বলবে বলল। রন্টুকাকার জিও সিম দিয়ে ভিডিও কলের চেষ্টা করবে।
গুড।
এ বাবা। জল খেতে গিয়ে দেখছি পরপর সব দাঁত টুকটুক করে খুলে গেল। কি ভয়ানক। একটা হাফ ওপর দিকের পুরো ফোকলা। আমি ফোন রাখছি। দেখি বাবাকে ফোন পাই কিনা।
এই সুচেতনাদি শোনো না। জয় দা এসছে। লোকজনকে ডেকে গান করাচ্ছে। সোমদ্যুতি, তপোদা সবাই গাইবে। তুমিও এসো।
না আমি পারছিনা। ম্যাক্সি পরে এসেছি, স্টেজে ওঠা জাস্ট ইম্পসিবেল।
তুমি ম্যাক্সি চেঞ্জ করে এসো।
না, নট পসিবেল। আমার সব দাঁত পড়ে গেছে, উচ্চারণ অত্যন্ত খারাপ হবে। একেই এখন সুর তাল ভুল হয়, এর পর উচ্চারণ দিয়ে ঝোলাতে চাইনা। প্লীজ এক্সকিউজ।
প্লীজ এসো না।
উফ এতো ইন্সেন্সিটিভ কেন, আমি রাখছি। বাবাকে কল করি।
হ্যালো বাবা, আমার সব দাঁত পড়ে গেছে। আমি কি করি? দাঁত বাধাতে হবে। কোথায় যাব?
যাও, তোমার চেন্নাইয়ে করাও।
চেন্নাই যেতে তিন দিন বাকি। বিসাইডস আমি ফ্লাইটে এরকম ভাবে কি করে যাব? তুমি রায়চৌধুরীর সাথে কথা বলে রাখো। আমি যাব।
আরে ওখানে কি হবে গিয়ে? ও থোড়িই তিনদিনে দাঁত বাধিয়ে দেবে।
কি হবে?
বি পেশেন্ট।
ধড়ফড় করে ঘুম থেকে উঠলাম এর পরে। সত্যি বলছি, একটুও জল মেশাইনি। সকাল সাতটা থেকে সাড়ে নটার ঘুমের স্পেলে ঠিক এমন ভয়াবহ স্বপ্ন দেখলাম। আগেও স্বপ্নে দাঁত পড়েছে, কিন্তু এক্কেবারে এক সাথে ৫-৬টা, এই প্রথম। সিরিয়াস ব্যাপার স্যাপার।

No comments:

Post a Comment