Tuesday, September 24, 2019

এ কদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে রুমুনের। একগাদা ডেডলাইন। গুচ্ছের প্রেজেন্টেশন। লেখালিখি। প্রায় পাগল পাগল অবস্থা। রিসার্চটা একদম গুটিয়ে এনেছে প্রায়। তারই মধ্যে শেষ মুহূর্তের হাজার ব্যস্ততার ভিতরেও কোথাও গিয়ে একটা অদ্ভুত ভালোলাগায় ভরে আছে রুমুনের মন।
এই তো যেমন আজ। ভারলেট এলগরিদ্ম সল্ভ করতে বসে নাকানি চোবানি অবস্থা। এক ঘন্টার মধ্যে সলিউশন বের করে সুপারভাইজরকে দিতে হবেই হবে। তারই মধ্যে হঠাৎ করে ইউটিউবের অটো প্লেলিস্টে বেজে উঠলো "মঙ্গলদীপ জ্বেলে"। মনে পড়ে গেলো, সেই নার্সারি ক্লাসে পড়াকালীন হাউজিং কমপ্লেক্সের পুজোর অনুষ্ঠানের কথা। মা সেবার কালীঘাট থেকে কিনে এনে দিয়েছিল লাল পাড় সাদা শাড়ি। ওই পুঁচকি বয়সে সে কী আনন্দ। পাড়ার দোকান থেকে কেনা লাল সাদা প্লাস্টিকের ব্যাঙ্গেল। বাড়িতে সেই ছবি মা এখনো যত্ন করে রেখে দিয়েছে। লাল লিপস্টিকের পাকাবুড়ি।
সেদিনও যেমন ভয়ানক স্টেজ ফ্রাইট কাটিয়ে মিষ্টি করে গান গেয়ে সবার ভালোবাসা কুড়িয়ে নিয়েছিল সেই ছোট্ট রুমুন, এবারও তো অমন সুযোগ এলো বলে।
সপ্তমীর রিহার্সাল যে ইতিমধ্যেই স্কাইপে পুরোদমে চলছে।
পেন্ডিং যাবতীয় কাজ শেষ করেই মুক্তি। এক রাশ আনন্দ। ভালোলাগা। উৎসব। নতুন করে কুড়িয়ে পাওয়া উদ্যম নিয়ে রুমুন লেগে পড়ে অঙ্কের জালে।
"যা দেবী সর্বভূতেষু, বুদ্ধিরূপেণ সংস্থিতা"

No comments:

Post a Comment