Wednesday, October 19, 2016

পুজো শুরু

চোখের কোণ থেকে বাড়তি আইলাইনারটা আলতো করে তুলো দিয়ে তুলতে গিয়ে ধেবড়ে ফেলল তুতুল। ধুর, একটু যদি সাজগোজটা পারত ঠিকঠাক। এই জন্যই তো ব্লু শার্ট ফিরে তাকায় না ওর দিকে। ব্লু ফর্মাল শার্ট পড়লে যে ছেলেদের এত হ্যান্ডসাম লাগে, উফ!  যাই হোক, ক্লাসের দেরী হয়ে যাবে বলে, কোনমতে স্মাজড্ লুক বানালো, আর ঠোঁটে লাগাল রুবি রেড লিপগ্লস। একবার ভাবলো কলেজের পক্ষে সাজটা বুঝি একটু বেশী হল নাকি। তারপরে ধুস, আজ তো পঞ্চমী , পুজো এল বলে, থাক এইটুকু, এই ভেবে এরপর কানে পড়ল ওর খুব প্রিয় একখানা ঝুমকো দুল। গত পুজোয় হাতিবাগান থেকে কেনা এইটি তার অন্যতম ফেভারিট। তবুও সাজটা মনের মত কিছুতেই লাগলনা। কেউ ঘুরে আদৌ তাকাবে? তবে দশটা দশের ম্যাথ্স পাসের ক্লাসটা করতে গেলে কিন্তু এখন বেরোতেই হয়।
অটোর লাইনে দাঁড়িয়ে তুতুলের উৎসুক চোখ খুঁজছিল ব্লু স্ট্রাইপ্ড শার্টকে। নিত্যনৈমিত্তিকের অভ্যেস। কোনদিনও যেচে একটা কথাও বলেনা, কিন্তু দুজনেই দুজনের উপস্থিতি দিব্যি টের পায়। লাইন যখন প্রায় কমে এসছে, হঠাৎ একটা ঝাঁ চকচকে বাইক নিয়ে তুতুলের সামনে এসে দাঁড়াল নেভি ব্লু শার্ট।
"আসুন আপনাকে কলেজের সামনে ড্রপ করে দিই।"
একটা ফুরফুরে মন, মুখে চওড়া হাসি নিয়ে ফার্স্ট বেঞ্চে বসা তুতুলের দিক থেকে কিছুতেই চোখ ফেরাতে পারছিলনা পাশের রো'তে বসা সাত্যকি। ওর জন্য পুজোর প্রতিমাদর্শন আজই শুরু হয়ে গেল।

No comments:

Post a Comment