অটোর লাইনে দাঁড়িয়ে তুতুলের উৎসুক চোখ খুঁজছিল ব্লু স্ট্রাইপ্ড শার্টকে।
নিত্যনৈমিত্তিকের অভ্যেস। কোনদিনও যেচে একটা কথাও বলেনা, কিন্তু দুজনেই দুজনের
উপস্থিতি দিব্যি টের পায়। লাইন যখন প্রায় কমে এসছে, হঠাৎ একটা ঝাঁ চকচকে
বাইক নিয়ে তুতুলের সামনে এসে দাঁড়াল নেভি ব্লু শার্ট।
"আসুন আপনাকে কলেজের সামনে ড্রপ করে দিই।"
একটা ফুরফুরে মন, মুখে চওড়া হাসি নিয়ে ফার্স্ট বেঞ্চে বসা তুতুলের দিক থেকে কিছুতেই চোখ ফেরাতে পারছিলনা পাশের রো'তে বসা সাত্যকি। ওর জন্য পুজোর প্রতিমাদর্শন আজই শুরু হয়ে গেল।
"আসুন আপনাকে কলেজের সামনে ড্রপ করে দিই।"
একটা ফুরফুরে মন, মুখে চওড়া হাসি নিয়ে ফার্স্ট বেঞ্চে বসা তুতুলের দিক থেকে কিছুতেই চোখ ফেরাতে পারছিলনা পাশের রো'তে বসা সাত্যকি। ওর জন্য পুজোর প্রতিমাদর্শন আজই শুরু হয়ে গেল।
No comments:
Post a Comment