হ্যাঁ কাকীমা ওই আর কি একটু আধটু যেটুকু পারি যা। দিদি হারমোনিয়ামে যখন রেওয়াজ করত, আমি শুনতাম তখন।
তাতেই কি ভালো গাইছিস। রবীন্দ্রসংগীতগুলো অপূর্ব টান দিয়ে করেছিস।
ওই রেডিও শুনতাম সন্ধ্যেবেলা মায়ের সাথে রান্নাঘরে বসে। আমি না তুতুলকে গানটা শেখাব। খুব ইচ্ছে ছিল আমার, অভাবের সংসার.. আর হয়ে ওঠেনি।
মা প্লীজ একটা গান কর। আমি ফোনে রেকর্ড করে রাখব।
না না আমার গলা উঠবেনা।
না প্লীজ কর। একই গান আমিও করব। তারপর বাবা শুনে বলবে কোনটা বেশী ভালো।
আচ্ছা বেশ। কোন নীচু স্কেলের গান বল।
মা মেয়ে পরপর গাইল,
ফুলে ফুলে ঢলে ঢলে।।
কী ভালো গাইলি তুতুল। খুব সুন্দর।
ইয়ে! আমি জিতলাম তাহলে।
অদ্ভুত এ গানের লড়াই। দুই প্রতিযোগীরই জয়।
না না আমার গলা উঠবেনা।
না প্লীজ কর। একই গান আমিও করব। তারপর বাবা শুনে বলবে কোনটা বেশী ভালো।
আচ্ছা বেশ। কোন নীচু স্কেলের গান বল।
মা মেয়ে পরপর গাইল,
ফুলে ফুলে ঢলে ঢলে।।
কী ভালো গাইলি তুতুল। খুব সুন্দর।
ইয়ে! আমি জিতলাম তাহলে।
অদ্ভুত এ গানের লড়াই। দুই প্রতিযোগীরই জয়।
No comments:
Post a Comment