Wednesday, October 19, 2016

বিসর্জন

-রাণা আমাদের সম্পর্কটা দুই বাড়ি থেকেই মেনে নেবেনা যে।
-মিতা তুমি কেন এত উতলা হচ্ছ? আমার তো একটা চাকরী আছে। আর তুমি কয়েকটা টিউশনি করো। ঠিক ম্যানেজ হয়ে যাবে।
-রাণা আমার খুব ভয় করছে।
-এক বস্ত্রে চলে এস। আমরা কালীঘাটে বিয়েটা সেরে নেব। আমার মা প্রথমে রাগ করলেও পরে ঠিক মেনে নেবে। বোনটি মাকে বোঝাবে।
-কে জানে রাণা। আমার যে...

কিছু মাস পর।

-রাণা প্লীজ আজ না। আজ আমি খুব টায়ার্ড।
-আমাকে আর আজকাল তোমার মনে ধরেনা, না? পলাশের মতো বাইসেপ নেই বলে নাকি?
-রাণা কী বলছ কি?
-চুপ কর হারামজাদী মাগী। বাপ তো একটা টাকাও খরচা করলনা। ফ্রীতে পাড় করে দিল। আবার বেশী কথা।
-মুখ সামলে রাণা।
-যাচ্ছিস কোথায় শুনি? পলাশের ঘরে? নাকি সানির?
-হাত ছাড়ো রাণা।
-ছাড়বোনা। কি করবি? দেখবি আজ আমার পৌরুষ। চল শালী।


দুদিন পরের আনন্দবাজারের হেডলাইন " দেবীপক্ষে অন্তত ৬ বধূর অস্বাভাবিক মৃত্যু।"

No comments:

Post a Comment