ডঃ রয়, একবার এদিকে আসবেন? একটা ক্রিটিকাল পেশেন্ট আছে। একটু এক্সপার্ট ওপিনিয়ন দরকার ছিল।
সুলগ্নাদি, কাল তোমার সময় হবে একবার? একটা ছোট্ট ইন্টারভ্যু লাগত।
মিসেস রয়, পৃথ্বী রেজাল্ট ভালোই করেছে। শুধু একটু দেখবেন যেন ক্লাসে কথা কম বলে। বড্ড টকেটিভ।
সুলু, উইকেন্ডে ফ্রি আছিস? চল সবাই মিলে সিনেমা দেখতে যাই। মীনাক্ষী কলকাতায় এসছে, এই ফাঁকে ব্যাচ মিনি রি-ইউনিয়ন হয়ে যাবে।
বৌদি, আমি কিন্তু কাল পরশু আসব না।
বৌমা, তোমার বাপিকে একবার দেখো তো, বলছে হাঁটুর ব্যাথাটা বেড়েছে। কোন ওষুধ দেবে কি?
মাম্মাম, এই দেখো, আমি আজ হ্যান্ড্রাইটিং ক্লাসে তিনটে স্মাইল পেয়েছি।
শোনো, ভিয়েনাতে কনফারেন্সটাতে ডেকেছে। সপরিবারে। হ্যাঁ বলে দিচ্ছি কিন্তু।
বাবু, কবে আসবি? ভাইয়ার মেয়ের গিফটটা কিনতে নিয়ে যাবি না?
আর তারপর, সারাদিনের হাজার ব্যস্ততা মিটলে, একটু প্রাণের আরাম।
সুলগ্নাদি, এই ছবিটা দুর্দান্ত তুলেছো। একটু টিপস দেবে?
সুলগ্না, তোমার ছবিটা অসাধারণ। আমাদের ম্যাগাজিনের কাভার হিসেবে ব্যবহার করতে পারি?
সুলগ্না আগামী মাসে একটা ফটোওয়াক অরগানাইজ করবো। তুমি ট্রেনিং দিতে পারবে?
No comments:
Post a Comment