Saturday, April 7, 2018

আর পাঁচটা গল্পের মতো

মঞ্জরী কমপ্লক্সে প্রতি বছরের মতই এখন হইহই করে চলছে রিহার্সাল। আসন্ন পয়লা বৈশাখ উপলক্ষ্যে যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তার জন্য গত দেড় মাস ধরে চলছে বিরাট কর্মযজ্ঞ। এ ব্লকের মৌসুমি দির তত্ত্বাবধানে চলছে গানের দলের প্র্যাকটিস, সি ব্লকের সুমনা কাকীমার দায়িত্বে নাটক। রুমকি ঝুমকি কচিকাঁচাদের নাচ তোলাতে ব্যস্ত। শনি রবিবার সকাল বিকেল তো রিহার্সাল চলছেই, এ ছাড়াও এখন অনুষ্ঠান আসন্ন বলে উইকডেজেও সন্ধ্যায় দু ঘণ্টা প্র্যাকটিস চলছে।

বিকেল হতেই আজ এ বাড়ি, কাল ও বাড়ি থেকে "আমরা সবাই রাজা", "বজ্র মাণিক দিয়ে গাঁথা", "রিমঝিম ঘন ঘন রে"র সাথে সাথে ঘুঙুরের মিষ্টি শব্দ।

মৌসুমিদিদের টানা লম্বা বারান্দায় মেয়ের দল সারি দিয়ে বসে গীতবিতান খুলে গান গায়। অরিন্দমদার হাতের গুণে তবলায় দাদরা কাহারবার বোলেরা খেলা করে। পিয়ালের হারমোনিয়ামের সাথে শ্রুতিবক্স থেকে তানপুরার সাবেকি ধ্বনি, আলাদা মাধুর্য আনে পরিবেশে।

নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিকে সাহায্য করছে উপমন্যু। ও ডাক্তারি পড়ে মেডিকেল কলেজে। অসম্ভব সুন্দর সরোদ বাজায়। নাটকের একেকটা দৃশ্যে এমন সুন্দর সুরমূর্ছনা এত অনায়াসে তুলছে ও, উপস্থিত সকলেই মুগ্ধ। সুমনা কাকিমার মেয়ে মধুশ্রীর নাটকে ছোট্ট রোল, এক মালিনীর। হাতে গোণা তিনটে দৃশ্য। সামনেই কলেজের পরীক্ষা ওর, তাই অমন দাপুটে অভিনেত্রীর এবারে এত কম অভিনয়। কথামতো নিজের দৃশ্যে অভিনয়ের পর খাতা কলম নিয়ে কঠিন কঠিন ইকুয়েশন সল্ভ করার কথা ওর। স্টোক্স লয়ের সাথে সাথে কখন যে দুই তরুণ হৃদয়ের লাবডুবের সূক্ষ্ম অনুরণন হয়েছিল, কেউ টের পায়নি।

অনুষ্ঠানের দিন সমগ্র নাচ গান নাটক ভীষণ ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। সাদা শাড়ি, অঙ্গে জুঁই ফুলের গয়না, ডানাকাটা পরী ছাড়া কিছু কম লাগছিল না মধুশ্রীকে। বাসন্তী রঙা পাঞ্জাবীতে সৌম্য শান্ত রূপে উপমন্যুর সৌন্দর্যয়ও ঠিকরে বেরোচ্ছিল। সেদিন রাত্রে দুজনে নদীর ধারে অনেকক্ষণ বসে সুখ দুঃখের কথা বলেছিল। তারপর একে ওপরের মধ্যে বিনিময় হল কত প্রতিশ্রুতি।

আর তারপর প্রায় বেশীরভাগ গল্পের মতই ওদের গল্পেও এলো একই পরিণতি। দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়।
আজ জীবন সায়াহ্নে পৌঁছে হঠাৎই দুজনের দেখা হয় নার্সিং হোমে, রুগীর স্ত্রী ও ডাক্তারের ভূমিকায়।
"কেমন আছ? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।"
" ঈশ্বর আর তুমি ভরসা"

আর এইভাবেই পরিণতি পায় আরেকটি অসম্পূর্ণ কাহিনী।

No comments:

Post a Comment