Saturday, May 12, 2018

মাতৃদিবসের শুভেচ্ছা

১।

ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে ভীষণ ভালোবাসে সোমা। বি এড পরীক্ষার রেজাল্ট আসার আগে কয়েক মাস তাই যখন পাড়ার ইংরেজি মিডিয়াম স্কুলে পার্ট টাইম চাকরিটা পেলো, তখন যেন হাতে চাঁদ পেল। এল কে জির বাচ্চাগুলোর সাথে চার ঘণ্টা কাটানো যেন ওর গোটাদিনের রসদ জুগিয়ে দেয়। লাস্ট বেঞ্চে বসে এক গোলগাল ফুটফুটে বাচ্চা, কৃত্তিকা। ও প্রতিদিন লাস্ট পিরিয়ডে বেঞ্চে বসে কেঁদেই চলে। কারণ জিজ্ঞেস করলে রোজ একই উত্তর, "বাড়ি যাবো। ক্রেশে যাবো না।" খুব মায়া হয় সোমার। একদিন ক্লাস শুরুর আগে কৃত্তিকাকে নিয়ে ক্লাসরুম লাগোয়া বারান্দায় নিয়ে গিয়ে বলে, "ওই যে দেখতে পেয়েছো ওই নীল বাড়িটা? ওইটায় থাকি আমি। মাকে বলো, তোমার ক্রেশে যেতে ভালো না লাগলে, তুমি আমার সাথে ওই বাড়িতে থাকতে পারবে। ঠিক আছে? আর কেঁদো না প্লীজ?"




২।

"সবিতাদিদি, একটু  এদিকে এসো। মিলিকে টয়লেটে নিয়ে যাও। ও মনে হয় ডায়পার নষ্ট করে ফেলেছে।"

"সবিতা, বাস স্ট্যান্ড থেকে কিন্তু মিলিকে নিতে যেতে ভুলো না। ও একা খেই হারিয়ে যাবে।"

"সবিতা পিসি, আমার খিদে পেয়েছে, ভালো কিছু বানিয়ে দাও।"

"সবিতা পিসি, আমায় আজ রাত জাগতে হবে। কফি করে দাও ফ্লাস্কে প্লীজ।"

"সবিতা পিসি, হোস্টেলে তোমায় খুব মিস করি।"

"সবিতা পিসি, তুমি আমার সাথে ব্যাঙ্গালোর চলো। আমার বাচ্চাকেও তুমিই দেখো প্লীজ। আমায় যেমন মানুষ করলে?"



৩।

"বনু, ইট ইস ওকে। হি ওয়াস জাস্ট নট ওয়ারথ ইয়ু। কষ্ট পাস না।"
" দিদি, আমি খুব ভালবেসেছিলাম ওকে। ও এরকম করতে পারবে, আমি ভাবতেও পারিনি।"
" বনু। এরকম অনেক হবে জীবনে। প্রতিপদে কেউ না কেউ ব্যাক স্ট্যাব করবে।"
"আমি পারছিনা। ভালো লাগছেনা।"
"কান্নাকাটি করে কী হবে?"
"কী করে এরকম করল ও?"
"বিকজ হি ইস অ্যান *#@%&* "
"দিদিইইইইই"
"আয়, আমরা একসাথে আজ শাহরুখ খানের সিনেমা দেখব। মুড ভালো হয়ে যাবে।"




শুধুমাত্র জন্মদাত্রী মা বা লালন পালন করা মাই না। আমাদের জীবনে এমন অনেক অনেক মানুষ আছেন, যারা মায়ের মতোই ভালো। বিভিন্ন সময়ে যারা আমাদের মন খারাপে মাথায় হাত বুলিয়ে দেন , কাঁধ এগিয়ে দেন কাঁদতে,  আমাদের আগলে আগলে রাখেন, প্রতি মুহূর্তে। শুধুমাত্র সব মেয়ের মধ্যেই মাতৃসত্ত্বা আছে, টা না। এমন অনেক পুরুষও রয়েছেন যারা প্রতি পদে আমাদের যত্ন করেন, আমাদের ভালো চান, নিঃস্বার্থ ভাবে।  এমন সব মায়েদের জন্য  মাতৃদিবসের শুভেচ্ছা। 

No comments:

Post a Comment