"কী গো, তোমার হলো?"
"আসছি আসছি। একটু দাঁড়াও।"
"শিগগির করো, ক্যাব এসে যাবে। ফাইভ মিনিটস দেখাচ্ছে।"
"আরে বাবা আসছি তো। অত তাড়াহুড়ো পারিনা বাপু। একাদশী না আজ? পায়ের ব্যথাটা বেড়েছে।"
"সাবধানে! পড়ে যেও না। হাতটা ধরো শক্ত করে।"
"ছাড়লাম কই? সেই যে পঞ্চাশ বছর আগে হাতটা বাড়িয়েছিলে, খপ করে তো তখনই ধরে নিয়েছিলাম। একবারের জন্যও ছেড়েছি কি?"
পঁচাত্তর বছরের জগবন্ধু মিত্র ও তার স্ত্রী অনুরাধা দেবী। আগামীকাল ওঁদের বিয়ের পঞ্চাশ বছর পূর্ণ হবে। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে পরিবারের সাথে নানান অমিল উপেক্ষা করে এতগুলো বছর আগের এক বৈশাখী সন্ধ্যায় রেজিস্ট্রারের ছোট্ট অফিসে একে অপরের হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল, তারই উদযাপন করতে ওঁরা চলেছেন সিমলা। বেড়াতে ওঁরা পছন্দ করেন। জগবন্ধু জঙ্গল আর অনুরাধা পাহাড়। নিঃসন্তান এই দম্পতি এ যাবত অনেক জায়গায় বেড়াতে গিয়েছেন, কিন্তু বিয়ের পর পর আর্থিক স্বচ্ছলতা না থাকায় ওদের মধুচন্দ্রিমাটি হয়ে ওঠেনি। সেই আক্ষেপ দূর করতেই ওঁরা চলেছে আজ।
কটেজের বারান্দায় একে ওপরের হাতে হাত রেখে সূর্যোদয় দেখা যে এই চিরনবীন প্রেমিক প্রেমিকার বড় আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত স্বপ্ন।
বিঃ দ্রঃ এই গানটি না শুনে থাকলে অবশ্যই শুনে নিন। লিঙ্ক দিয়ে দিচ্ছি।
https://www.youtube.com/watch?v=HOP4UU_8yqc&t=336s
একসাথে কুঁচকনো হাতে হাত রেখে জীবন সায়াহ্নে পথ চলতে পারার ভরসার নামই তো ভালোবাসা।

No comments:
Post a Comment