That it is more often a love for the feeling of being loved..
That love is strong, strong enough to turn an otherwise sunshine day into a torrential rainfall...
That ex lovers make one of the worst friends..
একদিন ভাবতাম তুইই সব, তোকে নিয়েই আমার সবটা।
তুইই আমার জগৎ।
এক কালবৈশাখী ক্ষণিকের ঝড়ে উড়িয়ে দিয়ে গেল এই বিশ্বাস সহসা।
খড়কুটোর মতো আগলে রাখতে চেয়েও পারলাম না আমি।
অনেক খুঁজলাম, এদিক সেদিক। কিন্তু নাহ, ঠিকানা ফেললাম হারিয়ে।
কালের নিয়মে ভুলতে বসলাম।
একদা যা ছিল হৃদয়ের বড় আপন, তা কী করে কে জানে একদিন হলো বারোয়ারি।
ভালোবাসাটুকু বোধহয় আর রইলো না অবশিষ্ট।
দিন যায়, সপ্তাহ কাটে। কেটে যায় মাস।
বছর ঘুরে যায়।
আমি এখন নিজের জীবনে ভীষণভাবে খুশী।
আমার এখন এক কাছের মানুষ আছে।
তার বুকে মুখ গুঁজে যেমন কাঁদতে পারি,
ঠিক তেমনই তার হাতে হাত রেখে বেরিয়ে পড়তে পারি অজানার সন্ধানে।
ভরসা করে।
কিন্তু তবুও অলস দুপুরে ভাতঘুমের আরামে যখন কানে ভেসে আসে
অগ্নীশ্বর থেকে "তবু মনে রেখো",
বা বাঁশির সুরে "সেই তুমি কেন এত অচেনা হলে",
আমার দুই গাল বেয়ে "উতল ধারা, বাদল ঝরে"।
আর তখন মনে হয়,
"রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে"।।
তুইই আমার জগৎ।
এক কালবৈশাখী ক্ষণিকের ঝড়ে উড়িয়ে দিয়ে গেল এই বিশ্বাস সহসা।
খড়কুটোর মতো আগলে রাখতে চেয়েও পারলাম না আমি।
অনেক খুঁজলাম, এদিক সেদিক। কিন্তু নাহ, ঠিকানা ফেললাম হারিয়ে।
কালের নিয়মে ভুলতে বসলাম।
একদা যা ছিল হৃদয়ের বড় আপন, তা কী করে কে জানে একদিন হলো বারোয়ারি।
ভালোবাসাটুকু বোধহয় আর রইলো না অবশিষ্ট।
দিন যায়, সপ্তাহ কাটে। কেটে যায় মাস।
বছর ঘুরে যায়।
আমি এখন নিজের জীবনে ভীষণভাবে খুশী।
আমার এখন এক কাছের মানুষ আছে।
তার বুকে মুখ গুঁজে যেমন কাঁদতে পারি,
ঠিক তেমনই তার হাতে হাত রেখে বেরিয়ে পড়তে পারি অজানার সন্ধানে।
ভরসা করে।
কিন্তু তবুও অলস দুপুরে ভাতঘুমের আরামে যখন কানে ভেসে আসে
অগ্নীশ্বর থেকে "তবু মনে রেখো",
বা বাঁশির সুরে "সেই তুমি কেন এত অচেনা হলে",
আমার দুই গাল বেয়ে "উতল ধারা, বাদল ঝরে"।
আর তখন মনে হয়,
"রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে"।।
No comments:
Post a Comment