Saturday, June 17, 2017

একটি অতি প্রিয় রবীন্দ্রসঙ্গীতের parody মাথায় এলো সাইকেল চালাতে চালাতে।


তবু মনে রেখো যদি পড়ি মহা ঋণে,
তবু মনে রেখো।
যদি দুহাজারি নোট বদলাতে না পারি ছোট নোট দিয়ে,
যদি থাকি কাছাকাছি, খুচরো দিয়ো বঁধুর মতো মাঝে মাঝে-
তবু মনে রেখো।

যদি টাকা ফুরায় পেটিএমে,
একদিন যদি ওলা মানি দাও মধুরাতে,
তবু মনে রেখো।
একদিন যদি পাসওয়ার্ড যাই ভুলে ক্রেডিট কার্ডের,
তবু মনে রেখো।

যদি পড়িয়া মনে
আগের পাওনা টাকা নাই দেখা দেয়
তোমার একাউন্টে,
তবু মনে রেখো।

No comments:

Post a Comment