Sunday, June 25, 2017

শুভ রথযাত্রা

অনুরোধ করব লেখাটা পড়ার সময় সাথে দেওয়া লিঙ্কটি ইয়ারফোন বা স্পিকারে চালিয়ে শুনতে। মনে হয় ভালো লাগবে।

https://www.youtube.com/watch?v=EmkMEB-exl4
আকাশে কালো মেঘের ঘনঘটা। ছোট্ট বুবাই অধীর অপেক্ষায় আছে। কখন বাবা আসবে অফিস থেকে। আজ সকালে মা পইপই করে বলে দিয়েছে যেন তাড়াতাড়ি আসে, বুবাই যে রথ টানবে। মিনতি মাসী চিলেকোঠার ঘর থেকে সক্কাল সক্কালই বুবাইয়ের গত বছরের রথটা নামিয়ে দিয়েছে। মা ছেলে মিলে রঙিন কাগজ আর বাগানের ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। এই বুঝি বৃষ্টি নামল।
উফ, বাবা যে কেন আসছে না এখনো, এই করতে করতে মা কে ব্যাতিব্যস্ত করে তুলতে লাগল বুবাই। মা ততক্ষণে মিনতি মাসীর সাথে মিলে জিলিপি ভাজা শুরু করে দিয়েছে। রথ টানার পরেই যে মনটা ঘুগনি জিলিপি জিলিপি করে!
ঠিক সাড়ে চারটে বাজতেই গেটে আওয়াজ পেল বুবাই।
মা! বাবা এসে গেছে!!!
হ্যাঁ, দাঁড়া, লোকটা ক্লান্ত হয়ে এসছে বাস ট্রামে। একটু দুটো মিনিট জিরোতে দে।
বাবা বাবা বাবা। রথ!!!!

বুবাই, কি সুন্দর সাজিয়েছিস তুই?
মা আর আমি করেছি। ছবি তুলে দাও। দিদুনকে পাঠাব।

আচ্ছা আচ্ছা দেবো। এবার চল দেখি রথ টানি!


বাবা রথের দড়ি ধরে টানা শুরু করল। পিছন পিছন মা ছেলের wheelchairটা ঠেলতে ঠেলতে উঠোনে আনল। হাতে রথের রসি ধরে ছোট্ট বুবাই আনন্দে দুই হাতে তালি দিতে লাগল।

হাল্কা ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হল আকাশ ভেঙ্গে।

 

No comments:

Post a Comment