Wednesday, June 28, 2017

তুমি রবে নীরবে, হৃদয়ে momo

|||তুমি রবে নীরবে, হৃদয়ে momo|||

- হেলো।

- হেলেছি।

- আমি আজ উল্টে পড়ে গেছি একটু আগে।

- ও, তাই বল। আমি ভাবলাম আবার ভূমিকম্প হল না কি।







- হ্যালো?

- (silence)

- আরে হ্যালো।

- কথা বলব না তোর সাথে।

- কেন??

- আমি পড়ে গিয়েছই শুনে এই তোর রিএকশন?

- তা কি করব?

- অন্তত জিজ্ঞেস করবি তো কি হল, চোট পেলাম কিনা। বেঁচে আছি কি মরে গেছি তাতে তো তোর কোন যায় আসেনা।

- এক নম্বরঃ বেঁচে না থাকলে তোর ফোন পেতাম না। অবশ্য তুই ভূত, থুড়ি শাঁকচুন্নি হয়েও আমায় যে জ্বালাবি না, তার কোন গ্যারান্টি নেই। দুই নম্বরঃ পড়ে গেলে কম বেশী চোট তো পাবিই। তা অত বড় শরীর বানিয়েছিস, ধপাধপ করে পড়বিই। কতবার বলি একটু এক্সারসাইজ কর, তা না। উনি খালি খেয়েই যাবেন।

- তোকে ফোন করাটাই আমার ভুল হল। আর কক্ষনও করবও না। আড়ি।







- কি fickle minded রে তুই? এই বললি আর কথা বলবি না, আর ওমনি  ফোন within an hour? একটু ভাও খা, তা না। কিছুই শিখলি না।

- ন্যাকা। By the way, thank you for the momos. কি করে জানলি আমার এখন মোমো খেতে ইচ্ছে করছে?

- Dil ka connection madam

- আর তাও আবার pan fried.. I love you পুচু।

- হ্যাঁ হ্যাঁ, me too। যা এবার খা। তোর তো pan fried momo ঠাণ্ডা একদমই রোচে না। আর হ্যাঁ, পেনকিলারটা খেতে ভুলিসনা। Fitness level বাড়া! আমি ফেরত আসি সামনের মাসে, দেখ কী দৌড় করাব।

- কচু পোড়া। দৌড়ে দৌড়ে ওই ফুচকাওয়ালা অবধি ঠিক আছে। হুহ।

No comments:

Post a Comment