Saturday, June 24, 2017

গ্রুম শপিং



রোহিণীর বয়স ২৭। চাকরী করে চেন্নাইতে এক আইটি কোম্পানিতে। কেরিয়ারে মোটামুটি থিতু হয়েছে গত বছর এমবিএ পাস করার পর। মধ্যবিত্ত বাঙালি মা বাবার এখন তাই একটাই চিন্তা, মেয়ের বিয়ে দিয়ে তথাকথিত "সেটল" করানো। আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে থেকে কোন মনোমত সম্বন্ধ না আসায় শেষমেশ মা বাবা দ্বারস্থ হল বিভিন্ন ডট কমের। সবই ভালো, "গ্রুম শপিং" এর নামে "উইন্ডো শপিং"ই বেশী চলছিল। রোহিণী এবং ওর মা বাবা সকলেই প্রায় তিতিবিরক্ত, দেশে কী সুপাত্রের অভাব পড়ল?
অবশ্য আমাদের রোহিণীর কিন্তু নানান বাতিক। ছেলের প্রোফাইলে যদি সেলফি থাকে, তাঁকে তৎক্ষণাৎ বাতিল। কারণ? হাসবেন না,  তার মানে নাকি ছেলে খুবই অমিশুকে, কোন বন্ধু নেই তার একটা ছবি তুলে দেওয়ার জন্য। ভাবুন তো, এটা কোন কথা হল? আচ্ছা, আরেকটা বলি। রোহিণী ইংরিজিতে বেশ ভালো, ছোট থেকে কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছে। ভালো ইংরেজি বলতে হবে, লিখতে হবে, এটা ওর একটা দাবী। একটি আইটি কোম্পানির অতি উচ্চপদস্থ ছেলের বাড়ী থেকে সম্বন্ধও এলো। ও তার প্রোফাইল পড়ে সিধা নাকচ করে দিল। কারণটা কি? ছেলে নাকি "carrier oriented"।
লেটেস্টটা বলি। ছেলে জাপানে পোস্ট ডক্টরেট করছে ইঞ্জিনিয়ারিঙে। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। গায়ের রঙ একটু চাপা, সে না হয় ঠিক আছে, রোহিণীর তাতে কোন আপত্তি নেই। কিন্তু ওর ঠিক ইয়ে হল না ওর ছবি দেখে। বাবা মায়ের খুব পছন্দ এই ছেলেটিকে। অথচ ও কোন কারণ খুঁজে পাচ্ছেনা নাকচ করার। তবে বিধাতা পুরুষ আছেন ওর সাথে। ছেলেটির প্রোফাইলে দেখল, জন্ম সময় সকাল ৪ঃ২০। ব্যাস। কারণ দিয়ে দিল। একটা নয়, দু-দুটো। ১। যে ছেলে ওই ভোর রাত্তিরে মা কে জ্বালিয়েছে, সে মোটেই সুবিধের নয়। বউকেও জ্বালাবে। ২। এর তো জন্মলগ্নেই ৪২০!!!

আপনারাই বলুন। রোহিণীর কি আদৌ বিয়ে হবে? 

No comments:

Post a Comment