"শোন, বিয়ের পরে কিন্তু তুই চাকরিটা ছাড়বি না। আমি সব সময় তোকে সাপোর্ট করব। যাই হোক না কেনো।" অনির কথাগুলো খুব কানে বাজছে আজ দিয়ার। খানিক আগে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল যে বাড়িতে। চাকরির পোস্টিং হয়েছে দিয়ার মজফফরপুরে। শ্বশুর শাশুড়ির ঘোর আপত্তি। একটু নিজের হয়ে কথা বলার জন্য তাকিয়েছিল দিয়া অনির দিকে। বুঝেছিল, দুই বছর অনেকটাই বেশী সময়, প্রমিসগুলো ভোলার জন্য।
২।
"মা, গড প্রমিস, আমি আর কক্ষনো মিথ্যে কথা বলবো না তোমায়। প্লীজ আমায় বকো না। প্লীজ?" মা কে মিথ্যে বলে মায়ের জন্মদিনের জন্যই সারপ্রাইজ প্ল্যান করতে বেরিয়ে তাতাইয়ের মনে পড়ে গেলো সেই পনেরো বছর আগের দিনটা। মায়ের মুখে হাসি দেখার জন্য বোধহয় কিছু কিছু প্রমিস ভাঙ্গাই যায়, তাই না?
৩।
"শুনুন পনেরোর নীচে আমি কিছুতেই রাজী হতে পারছিনা। এত রিস্কি একটা প্রসেস। বুঝতেই তো পারছেন। তাহলে দেরি করে তো লাভ নেই, শুভস্য শীঘ্রম। আগামীকালই বিকেলের দিকে নিয়ে আসুন বৌমাকে। সাল্টে দেবো।" কন্যাভ্রূণহত্যার "সুপারি" নিতে গিয়ে একবারের জন্যও ডক্টর মৈত্রর মনে পড়ল না হিপোক্রেটিক ওথের লাইনগুলি। " I will use treatment to help the sick according to my ability and judgment, but never with a view to injury and wrong-doing."
৪।
" শাইনা, বেটি তুই ঘরে ফিরে আয়। শাহাবকেও আসতে বল। আমি আর তোর আব্বু তোকে মাফ করে দিয়েছি রে। বাড়ি আয়। ধুমধাম করে নিকাহ উদযাপন করব। খুদা কসম।"
স্কুলের ধারের মাঠে যখন পরপর আব্বু, ভাইজান আর শোয়েব হকির স্টিক দিয়ে মারতে মারতে শাহাবের কপাল ফাটিয়ে দিচ্ছিল, ধুলোয় লুটিয়ে থাকা, হাত পা বাঁধা আধমরা শাইনার বারবার মনে হচ্ছিল, কেন বিশ্বাস করল আম্মির কথা, কেন শুনল না শাহাবের সাবধানবাণী।
৫।
" স্যার, আমরা জিতবোই জিতবো আজ এই ম্যাচ, আপনি দেখবেন। আপনার এবং দেশের নাম উজ্জ্বল করবোই। আপনার হাতে বিশ্বকাপের ট্রফিটা তুলে দেবোই।" কথা রেখেছে পৃথ্বী শুভনম, মনজোত, ঈশানরা। রাহুল দ্রাবিড়ের হাতে অবশেষে উঠেছে ক্রিকেট বিশ্বকাপটি।
৬।
ফ্যামিলি গেট টুগেদারের গিয়ে সব ভাই বোনদের আড্ডা দারুন জমেছিল। বিয়ের সবে এক মাস হয়েছে তিতিরের। আনন্দবাজার দেখে বিয়ে। রোহনের সাথে এখনো তেমন বন্ধুত্ব হয়ে ওঠেনি, যতটা ওর লাভ ম্যারেজ করা বান্ধবীদের দেখে। ভালো লাগল যখন গল্পগাছার মধ্যে সবার সামনে রোহন তিতিরকেই ওর "বেস্ট ফ্রেন্ড" আখ্যা দিল। মনে পড়ে গেল বিয়ের সময়ে নেওয়া সাত প্রতিশ্রুতির একটা।
" om prajabhyaha santu jaradastayaha", অর্থাৎ "তুমিই আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার ভালো মন্দ তোমার চেয়ে বেশী কেউ চায়না। ঈশ্বর তোমার মঙ্গল করুন। "
x
No comments:
Post a Comment