রান্নার তেলের বিজ্ঞাপনে পিতজাকে পিজ্জা বলা ছেলেটার আজ বিজয় দিবস।
মফঃস্বলের স্যাঁতস্যাঁতে বাংলা মিডিয়াম ক্লাসরুমে পঞ্চম শ্রেণী থেকে এ বি সি ডি শেখা ছেলেটিরও আজ বিজয় দিবস।
সদ্য শেষ হওয়া বইমেলায় যে ছেলেটির ঝুলিতে ছিল শুধুই বাংলা লিটল ম্যাগাজিন আর শক্তি সুনীল জয়, আজ তারও বিজয় দিবস।
বান্ধবীকে ভ্যালেন্টাইন্স ডে তে নিজের লেখা দু লাইন বাংলা কবিতা উপহার দিয়ে 'ছিঃ', 'যা তা', 'ক্লাসলেস' আখ্যা পাওয়া ছেলেটি, তারও আজ বিজয় দিবস।
কালো পাড় সাদা ধনেকালি পরিহিতা লম্বা বেণী ঝুলিয়ে অতুল প্রসাদ গাওয়া মেয়েটির আজ হঠাৎ পিঙ্ক ফ্লয়েডের ভিড়ে ডাক পড়বে।
হ্যারি পটার আজ একদিনের জন্য হলেও বিরাম পাবে, বইয়ের তাক থেকে ধুলো মুছে আজ বেরোবে প্রফেসর শঙ্কু।
সাউথ সিটির তিরিশ তলার বারান্দায় আজ রোদের মায়াবী প্রবেশ স্থান পাবে ফেসবুকে, "বাংলা ভাষা উচ্চারিত হলে নিকনো উঠোনে ঝরে রোদ" ক্যাপশন দিয়ে।
অভ্র রিদমিকের ডাউনলোড আজ বেড়ে যাবে।
হুজুগে পড়ে সবাই আজ দুই তিন লাইন জ্ঞানের বাণী কপচাবে যত্রতত্র।
একদল আজও বাংলাটা ঠিক আসেনা বলে মিথ্যে আক্ষেপ করবে।
আর পৃথিবীর এক প্রান্তে আজও কিছু আব্দুস, রফিক, আবুল, জব্বরেরা গুলি খাবে, প্রতিদিনের মতোই, মাতৃভাষার সম্মান রক্ষার্থে। নীরবে। নিঃশব্দে।
No comments:
Post a Comment