Tuesday, December 25, 2018

ক্রিসমাস

শীতের কলকাতার এক অন্ধকার ফুটপাথে সদ্যোজাত সন্তানটিকে নিজের একমাত্র ছেঁড়া কাঁথায় মুড়ে ঠাণ্ডা থেকে বাঁচাতে যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অসহায়া মা, কই তাকে দেখতে তো সাত সমুদ্র পার করে এলো না কোন তিন রাজা, হাতে দামী উপহারের ডালি নিয়ে? শীতের আকাশের তারাটি কিন্তু আজও সমানভাবে উজ্জ্বল।
ও, তাঁরা বোধহয় ইন্সটাতে চেক-ইন করতে ব্যস্ত। "ফিলিং ফেস্টিভ"। 🙂🙂🙂

No comments:

Post a Comment