Friday, June 29, 2018







একদিন মিলে যাবে এই পৃথিবীর সকল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড।
মিটে যাবে দুনিয়ার যাবতীয় সমস্যা।
ফিকে হয়ে যাবে সমস্ত ভুল বোঝাবুঝির কালিমা।
 
আর সেইদিন আমি পাড়ি দেবো এক স্বপ্ন উড়ানে...
পৌঁছে যাব কোন এক অপার সুখের ময়দানে।

No comments:

Post a Comment