Tuesday, June 26, 2018

হলো তো অনেক বাকবিতণ্ডা,
পড়লো ঝরে কত টাটকা ফুল।
ভাঙল না তবু কারুর দম্ভ,
মার্জনা পেলো না হৃদয়ের ভুল।।
তারপর, চাওয়া পাওয়ার ব্যালেন্স শীটে পড়লো এলোমেলো আঁচড়,
সাঁঝের আলোয় সুখ বোঝাই তরীখানি খুলে দিলো নোঙর।।
সাদা পালে নীল সমুদ্র বড়ই শান্তিময়।
সুখ আসে, দুখ যায়, আনন্দ বিস্তৃত এ ধরায়।।
অস্ত রবির লালিমায় আজ বর্ণাভ সান্ধ্য আকাশ।
জরা জ্বালা ভুলি পক্ষী কলরবে মুখরিত এ বাতাস।।

No comments:

Post a Comment