Thursday, June 7, 2018

মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না

অত্যন্ত অগোছালো লেখা। মন ভালো না থাকলে যা হয় আর কী।
(মন খারাপের কোন কারণ নেই। আমার বরাবর বাইরে বৃষ্টি পড়লে ভিতরটা কেমন মুচড়ে ওঠে।)



মন খারাপের বিকেলে


১।


আকাশ যত কালো হয়, আমার মনেও পাল্লা দিয়ে ততই মেঘেরা জোট বাঁধে।

তফাত শুধু বাইরে বৃষ্টি পড়লেও আমার অভিমানগুলো জমাই পড়ে থাকে।।



২।


শুনেছি কবিদের যন্ত্রণা নাকি তাদের সৃজনশীল করে তোলে?

আমি বুঝি তবে কবি নই?

আমার তো কই চারটে ব্যাকস্পেস আর দু কাপ কফি ছাড়া দীর্ঘশ্বাসটুকুও ফেল করে।।



৩।


মনের হদিস না পেলে যখন তাকে ম্যাপে খুঁজতে যাই।

ঠিকানাটা যেন বারবার ওই রাগ সেহরাতেই পাই।।



৪।


মাঝে মাঝেই এক বুক অভিমান আমায় বড়ই কষ্ট দেয়।

কিন্তু, "অনেক কিছু বলার ছিল"র আড়ালে আবার তারাই গুটি পায়ে মুখ লুকায়।।



৫।


মন তুই নিজের ভালো নিজেই বুঝতে শেখ।

যে যা বলে বুঝবি তুই তার অধিকাংশই ভেক।।



৬।


কান্না পেলে কেঁদে নে তুই, অনেক হাল্কা হবি।

গা ঝেড়ে আবার যে তুই স্যুটেড বুটেড হবি।।

কর্পোরেটের এই জঙ্গলে নেই আবেগের স্থান।

ওর জায়গা বুকের মাঝের পুরনো ক্ষতস্থান।।





No comments:

Post a Comment