Tuesday, June 26, 2018

নীল আকাশে নেইকো মেঘের খোঁজ।
আসবে বলেও তাই এলো না সেই মহার্ঘ্য বৃষ্টি।।
খোঁজ নেবে ওর কি হজম হলো না কালকের মহাভোজ?
নইলে জুন মাসে নেই রেন, এ কী অনাসৃষ্টি!!

No comments:

Post a Comment