আসলে রেডিয়ো তো আমার কাছে শুধুমাত্র একটা কালো রঙের জাদুবাক্স না, রেডিয়ো বোধহয় আমার ছোটবেলা থেকে আজ অবধি টিকে থাকা গুটিকয়েক বন্ধুবান্ধবদের মধ্যে অন্যতম।
এর হাত ধরেই বহির্বিশ্বের সাথে পরিচয়। বিনোদন জগতের সাথে মোলাকাত। অসংখ্য মণিমাণিক্য খচিত বিশ্ব সাহিত্যের রসাস্বাদন।
তবে সব কিছু ছাপিয়ে, এটি সেই কিশোরীর বেস্ট ফ্রেন্ড। একলা দুপুরগুলিতে
আকবরের শাসন ব্যবস্থার গুণাগুণ মুখস্থর ফাঁকে, বা প্রথম বাড়ির বাইরে যাওয়ার
মন খারাপের গভীর রাতে অজানা ভাষায় চেনা সুরের নরম স্পর্শে ঘুমের আবেশে।
অথবা ঘরে ফেরাকে উদযাপন করতে ক্যাবে প্রিয় RJদের অনর্গল বকবকে। বা মেঘলা
দুপুরে এয়ারপোর্টে একটা বিষণ্ণ কোণে ইয়ারফোন লাগিয়ে বাড়ি ছাড়ার দুঃখটাকে
কিছুটা হলেও লাঘব করতে...
প্রযুক্তির সাহায্যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ফেসবুক লাইভ দেখতে পেলেও প্রিয় শহরের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠানগুলি নব ঘোরালেই শুনতে পাওয়াটাকে ভীষণ ভীষণ মিস করি। আজকের সকালটা বড্ড বিষণ্ণভাবে শুরু হল, যখন বুঝলাম যে চাইলেও তখন সকালম্যান মীরের হাই কলকাতা শুনে দিন শুরু করতে পারবো না...
প্রিয় বন্ধুর সাথে আপাতত তাই লঙ ডিস্ট্যান্সই চলুক...
প্রযুক্তির সাহায্যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ফেসবুক লাইভ দেখতে পেলেও প্রিয় শহরের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠানগুলি নব ঘোরালেই শুনতে পাওয়াটাকে ভীষণ ভীষণ মিস করি। আজকের সকালটা বড্ড বিষণ্ণভাবে শুরু হল, যখন বুঝলাম যে চাইলেও তখন সকালম্যান মীরের হাই কলকাতা শুনে দিন শুরু করতে পারবো না...
প্রিয় বন্ধুর সাথে আপাতত তাই লঙ ডিস্ট্যান্সই চলুক...
![Image may contain: phone](https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/r270/36188546_2026824447390088_5967801291936628736_n.jpg?_nc_cat=0&oh=2e6f1ac32b55378b071b129a222a6302&oe=5BEBC9DC)
No comments:
Post a Comment