- "যদি বলো হ্যাঁ, বি সি এসে বসে যাবো আমি।" হ্যাঁ, এইটা গুনগুন করতি না তুই কলেজ ক্যান্টিনে?
(চুপ)
- কী রে, কথা নেই কেন মুখে?
- হ্যাঁ মানে..
- মানে মানে করছিস কেন বল তো?
- ইয়ে মানে
- ওই ইয়ে মানে এই করেই যা তুই। যখন প্রেম করতাম, পটানোর দরকার ছিল, তখন কত ডায়লগ, হ্যাঁ? খালি গান আর গান? আর এখন? একটু বললাম আজকে তাড়াতাড়ি আসতে। স্পেশাল ওকেশন। সেলিব্রেট করবো। তা না। আজকের দিনেও তুই লেট। সো নট ডান।
- শোন না। প্লিজ, রাগ করিস না। লক্ষ্মীটি?
- তুই থাম। নেহাৎ পাবলিক প্লেস। তাই আমি চুপ করে আছি। বাড়ি চল। দেখাচ্ছি মজা।
- (নীচু স্বরে) এখনই যা চ্যাঁচাচ্ছিস, এর চেয়েও বেশি? ওরে বাবা রে।
- কী, কী বললি?
- না কিছু না।
- তাই বল। তখন থেকে জিজ্ঞেস করছি, কেন দেরী হলো, তার উত্তর কই?
- আরে সেটাই তো বলার চেষ্টা করছি। বলতে দে।
- বল না। কখন থামালাম?
- সেই তো।
- আবার টন্ট?
- ওই দেখ। কথাই বলতে দিচ্ছিস না।
- তুইই বাজে বকে চলেছিস।
- আমি বাজে বকি?
- না। তবে বেশি বকিস।
- সেই তো। এখন তো আমি বাজে বকি। বেশি বকি।
- ওই দেখ। ও মা, রাগ করেনা সোনা।
- হুহ।
- শোন না। একটা গুড নিউজ আছে। ঐটার জন্যই দেরি হলো।
- কী নিউজ?
- আজ বি সি এসের রেজাল্ট বেরিয়েছে। তোকে না বলে আমি পরীক্ষা দিয়েছিলাম। প্রিলি ক্লিয়ার করেছি!
- সত্যিই?
- তিন সত্যি! তোকে বলতাম গান গেয়ে? তুই তখন একবার হ্যাঁ বলেছিলি। তাই...
- মাই গড, এটা দারুণ খবর!
- ওই রেজাল্ট দেখতে গিয়েই দেরি হলো।
- সব মাফ। চল, লেট আস সেলিব্রেট। এর চেয়ে ভালো ভ্যালেন্টাইনস ডে উপহার আর কিছুই হয় না। ইউ কেপ্ট ইয়োর ওয়ার্ডস! থ্যাংক ইউ সো মাচ!
- লাভ ইউ! তুই না থাকলে, ইন্সপায়ার না করলে হতই না!
- লাভ ইউ টু!
No comments:
Post a Comment