Thursday, January 17, 2019

033

#জিরো_থ্রি_থ্রি
দুপুর তখন একটা। মোটামুটি অফিস পাড়া বলা চলে। রাস্তার দুদিকেই বড় বড় বাড়ি। কিছু অফিস। অল্প কয়েকটা রেসিডেন্সিয়াল। আমি ক্যাবের অপেক্ষায়। ভুরভুর করে বিরিয়ানি, পরোটা আর মাংসের গন্ধ নাকে এসে লাগছে। এদিক ওদিক তাকিয়ে দেখি অফিসের বাবুরা হুমড়ি খেয়ে রাস্তার ধারের দোকানগুলিতে ভিড় করে খাচ্ছে। কোথায় গিয়ে যেন এক হয়ে গেল চেটপেট আর আমাদের ডালহৌসি বা ক্যামাক স্ট্রিট।
ফেরার পথে সেনোটাফ রোডের ছোট্ট ব্রিজের ওপর দিয়ে যখন গাড়িটা যায়, মনে হয় আনওয়ার শা রোড কানেক্টর দিয়ে যাচ্ছি। এই বুঝি ব্রিজ থেকে নামলেই যাদবপুর থানা। ডানদিকে একটু ঝুঁকে তাকালেই চিরপরিচিত স্কুল।
তবে ০৩৩ থেকে ০৪৪ এর দূরত্বটা কিছুতেই যেন কমে না।

No comments:

Post a Comment