Thursday, January 3, 2019

To new beginnings (2)

"শেষ মেশ তাহলে ইস্তফাটা দিয়েই দিলি?" অনিন্দ্যর টেবিলে এসে জিজ্ঞেস করলেন বোসদা।

"হ্যাঁ। বস রাজি হয়ে গেল। প্রথমে একটু দোনামনা করছিল। আমি বললাম পেন্ডিং কাজ সব শেষ করে দেবো। তখন গিয়ে রাজি হল।" অনিন্দ্য হাসি মুখে উত্তর দিল সহকর্মী বোসদাকে।

"ভেবেচিন্তে করেছিস তো বটেই। যাক তাহলে ফাইনালি মনের মতো কাজ করতে পারবি।" অনিন্দ্যর পিঠ চাপড়ে বললেন বোসদা।

"হুম। খেতে পাই না পাই, অন্তত দিনের পর দিন নিঃশ্বাস না নিতে পেরে হাঁপিয়ে উঠব না।" অমলিন হেসে উত্তর দিল অনিন্দ্য।


নিজের সাথে নিজের বহু কথা কাটাকাটির পর অনেক সাহস সঞ্চয় করে অবশেষে অনিন্দ্য এই সিদ্ধান্তটা নিয়েছে। অনেকদিন ধরে অ্যাড এজেন্সিতে ওই ডেডলাইন আর ক্লায়েন্টের নির্দেশ অনুযায়ী কাজ করতে করতে কোথায় যেন নিজের শিল্পী সত্ত্বাটাকে হারিয়ে ফেলছিল। আর না। এবার থেকে শুধুমাত্র ফ্রিলানসিং। নিজের ইচ্ছেয়, নিজের মনের মতো কাজ।


To new beginnings...

No comments:

Post a Comment