Tuesday, January 8, 2019

To new beginnings 4

খুব ভয়ে ভয়ে রুমুন বাড়ির কলিং বেল বাজালো। আজকে বড়সড় কেস খেতে খেতে বেঁচেছে মায়ের কাছে। আজ শনিবার। বাড়িতে সবাই ওরা স্ট্রিক্টলি নিরামিষ খায়। একদম মাথায় ছিল না। অগ্নির সাথে ডেটে গিয়ে জমিয়ে চিকেন কাবাব খেয়েছে সিনেমার পর। তারপরেই মা ফোন করেছিল। জিজ্ঞেস করল, "কী খেলি?"
একদম ফ্লোতে এসে বলে ফেলেছিল রুমুন, "চিকেন কাবাব"। আর বলেই এই এত্ত বড় করে জিভ বের করে "কেস খেয়েছি" মুখ করলো। ভাগ্যিস মায়ের ফোনটা ডিস্টার্ব করছিল। তাই মা বললো বটে, "কী বলছিস এহ? শনিবারে চিকেন?" রুমুনও সুযোগ বুঝে বলল, "চিকেন কেন হবে মা? আমি কি জানি না নাকি আজ শনিবার? চিকপি কাবাব খেলাম মা। দারুণ খেতে। একদিন খাওয়াবো তোমায়।" যদিও মা "ও তাই বল" বলল, তবুও, বুকটা ধুকপুক করছেই।
মা এসে দরজা খুলল। আহ। কী সুন্দর বিরিয়ানির গন্ধ। নিশ্চয়ই পাশের ফ্ল্যাটে খাচ্ছে।
"রুমুন, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। আমি ডিনার সার্ভ করছি।"
বেশ বেশ। মায়ের মুড মনে তো হচ্ছেনা খুব খারাপ বলে। তাহলে হয়তো এ যাত্রায় বেঁচেই গেল রুমুন।
খাবার টেবিলে ওর সামনে এসে মা যখন বিরিয়ানির প্লেটটা রাখল, ঠ্যাংটা অত্যন্ত লোভনীয় ভাবে ওর দিকে তাকিয়ে। ঠিক যেন ওকে উস্কাচ্ছে। কী অবাক কান্ড। "শনিবারে চিকেন? কী ব্যাপার মা?" রুমুন সপ্রশ্ন দৃষ্টিতে মায়ের দিকে তাকালো।
"ইচ্ছে করছিল খুব। ফ্রিজে চিকেন ছিল। তাই বানিয়ে ফেললাম। আজ থেকে আর নো মোর সাচ মঙ্গল শনি।"
"চিয়ার্স মা। To new beginnings..." রুমুন মায়ের গলা জড়িয়ে গালে চুমু খেলো।

No comments:

Post a Comment