এমনটা হতেই পারতো। কিন্তু, হলো না। শুদ্ধশীল আর সুকন্যা একসাথে সই করলো বটে একটা কাগজে। কিন্তু সেটি ডিভোর্স পেপার নয়। adoption এর কাগজ। ছোট্ট তানিকে নিয়ে আজ ওরা নতুন করে শুরু করতে চলেছে নিজেদের জীবন।
To new beginnings...
নববর্ষ উপলক্ষে এই চিন্তায় বেশ কয়েকটি মাইক্রো টেলস লিখলাম। আজকেই ছিল শেষ পর্ব। আগামীর পথ হোক মসৃণ।
নববর্ষ উপলক্ষে এই চিন্তায় বেশ কয়েকটি মাইক্রো টেলস লিখলাম। আজকেই ছিল শেষ পর্ব। আগামীর পথ হোক মসৃণ।
No comments:
Post a Comment