Thursday, January 10, 2019

to new beginnings (6)

অবশেষে ডাক্তারের রিপোর্ট থেকে জানা গিয়েছে সুকন্যা কোনোদিনও মা হতে পারবে না। শুদ্ধশীল ও তার বাড়ির লোকজন রীতিমত বিরক্ত। ঠাকুমা তো বংশের বাতি কে জ্বালাবে সেই দুঃখে শোকাতুরা। পিসি বিধান দিলো, এক্ষুণি এই মেয়েকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে দেওয়া হোক শুদ্ধর। চেনাশোনা উকিল আছে। মিউচ্যুয়াল ডিভোর্স পেতে অসুবিধে হবে না। দুজনে সই করে দিলেই হয়ে যাবে। মুক্তি। নতুন জীবন।
এমনটা হতেই পারতো। কিন্তু, হলো না। শুদ্ধশীল আর সুকন্যা একসাথে সই করলো বটে একটা কাগজে। কিন্তু সেটি ডিভোর্স পেপার নয়। adoption এর কাগজ। ছোট্ট তানিকে নিয়ে আজ ওরা নতুন করে শুরু করতে চলেছে নিজেদের জীবন।
To new beginnings...
নববর্ষ উপলক্ষে এই চিন্তায় বেশ কয়েকটি মাইক্রো টেলস লিখলাম। আজকেই ছিল শেষ পর্ব। আগামীর পথ হোক মসৃণ।

No comments:

Post a Comment