অভিমানের বোঝা জমতে জমতে একদিন পাহাড় হয়ে যায়।
চোখের জলে পুষ্টি পেয়ে তারপর সেখানে শ্যাওলাও জমে।।
সময়ের নিয়মেই এরপর সেখানে পড়ে রোদের অকৃপণ ছটা।
ফুল ফোটে, পাখি গান গায়। তৈরি হয় মনোরম বীথি।।
কেউ কেউ প্রায় ভুলতেও বসে সেদিনের সেই দুঃখের টুকরোগুলো।।
চোখের জলে পুষ্টি পেয়ে তারপর সেখানে শ্যাওলাও জমে।।
সময়ের নিয়মেই এরপর সেখানে পড়ে রোদের অকৃপণ ছটা।
ফুল ফোটে, পাখি গান গায়। তৈরি হয় মনোরম বীথি।।
কেউ কেউ প্রায় ভুলতেও বসে সেদিনের সেই দুঃখের টুকরোগুলো।।
হঠাৎ তারপর একদিন ঝড় ওঠে।
লন্ডভন্ড করে দেয় সব কিছু।
ঘুমন্ত আগ্নেয়গিরির মতোই অশ্রুলাভা বেরিয়ে ধ্বংস করে দেয় সমস্তটা।
লন্ডভন্ড করে দেয় সব কিছু।
ঘুমন্ত আগ্নেয়গিরির মতোই অশ্রুলাভা বেরিয়ে ধ্বংস করে দেয় সমস্তটা।
আবার সব কিছু ঠাণ্ডা হয়।
থেমে যায় অনাসৃষ্টি।।
আবার জন্ম নেয় ধ্বংসস্তূপে নতুন প্রাণ।
কালের চাকা ঘুরতে থাকে।
অপরিবর্তিত। অনির্দিষ্ট।
থেমে যায় অনাসৃষ্টি।।
আবার জন্ম নেয় ধ্বংসস্তূপে নতুন প্রাণ।
কালের চাকা ঘুরতে থাকে।
অপরিবর্তিত। অনির্দিষ্ট।
No comments:
Post a Comment