Friday, January 11, 2019

চিতপটাং

আমার একটি পোষা বিড়াল আছে। ওর নাম চিতপটাং। সারাদিন যেখানেই থাকুক না কেন, রাত্তির হলেই সে আমার ঘরে চলে আসবেই। বড়ই আদুরে। কালো হলুদ সাদা লোমশ। আমার খাটের নীচে ওকে শুতে হবেই। ওর ম্যাও ম্যাও ডাক না শুনলে আমার ঠিক ঘুম হয় না। এটাই অভ্যেস।
গত তিনদিন ধরে চিতপটাং নিখোঁজ। অনেক এদিক ওদিক খুঁজলাম। কিন্তু ওকে দেখতেই পেলাম না। কত ডাকলাম। কোন পাত্তা নেই। মন খারাপ আমার।
গতকাল রাত্তিরে আলো নিভিয়ে শুয়ে পড়েছি। হঠাৎ মাঝ রাত্তিরে চিতপটাং এর পরিচিত স্বরে ম্যাও ম্যাও ডাকে আমার ঘুম ভাঙল। বেড স্যুইচ অন করে দেখলাম আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। আর ডাকছে। মাথায় হাত বুলিয়ে দিলাম। ও নিজের জায়গায় গিয়ে কুণ্ডলী পাকিয়ে শুয়ে পড়ল।
সকাল হতে দেখি ও নেই। বেরিয়ে গিয়েছে। কাজ কর্ম সেরে বেরোতে যাব বাড়ির বাইরে, দরজাটা লক করছি, এমন সময় মনে পড়ল, গতকাল সকালেই না চিতপটাংকে সিমেট্রিতে রেখে এসেছি?

No comments:

Post a Comment