একেকটা দিন মাথার মধ্যে ভুলভাল ইচ্ছের পোকাগুলো নড়ে ওঠে। উঠে পড়ি কোন এক বিদঘুটে সংখ্যার রুটের বাসে।
অফিস টাইমে। কখনও বা দুপুরে।
কপাল করে আবার ফাঁকা সিটও একটা ঠিক জুটে যায়ই যায়। মরা শহরে আর কজনই বা থাকে?
একলা বসে জানলার বাইরে মুখ বাড়াই।
শপিং মল, সিনেমা হল, স্কুল কলেজ, অফিস। ঠ্যালা গাড়ি, অটো, টোটো।
কত লোক, কত ভিড়। ক্যাঁচর ম্যাচর।
কিন্তু আমি...
চুপ করে বসে থাকি, ওই ভীষণ ভিড়ের মধ্যেই।
এদিক ওদিক দেখি কত অনুভূতি। হল্লা। হট্টগোল।
চেষ্টা করি তার মধ্যে মিলে মিশে যেতে।
আমার আলাদা অস্তিত্বটা তবুও ডুবতে ডুবতে শেষ একটা চেষ্টা করে বাঁচবার।
স্বপ্নগুলি হাতছানি দিয়ে যায় তারই মধ্যে দিয়ে।
ইচ্ছেগুলো বড়ই ডাকাডাকি করে। বেয়ারা আবদারে।
তবুও হুঠ করে কেন যে পালিয়ে বেড়াই প্রায় রোজ
মন খারাপের দলে নাম লিখিয়ে...
No comments:
Post a Comment