Saturday, January 19, 2019

parody of kicchu chaini ami

কিচ্ছু চাইনি আমি শুধু একটু রিসার্চ করা ছাড়া
আমিও তাদেরই দলে, মাত্র একটা পেপার চায় যারা।।
না না কিচ্ছু চাইনি আমি শুধু একটা পি এইচ ডি ছাড়া।
আমিও তাদের দলে পেপার চায় একটাই যারা।।

সময়ের জাঁতাকলে উদ্যম যায় ক্ষয়ে ক্ষয়ে
আমি একা বসে থাকি পেপার আসবে কবে বলে।
ডিগ্রি শেষে চাকরি আর উজ্জ্বল ভবিষ্যৎ
ডিগ্রি শেষে চাকরি আর উজ্জ্বল ভবিষ্যৎ
কিচ্ছু চাইনি আমি শুধু একটা পি এইচ ডি ছাড়া।

করতে করতে কাজ আমারই ল্যাবে গেছি পচে
করতে করতে কাজ আমারই ল্যাবে গেছি পচে
তবুও ফিরে ফিরে আসি প্রতিদিন এই একই ল্যাবে
যদি একটু সাফল্য আসে ভুলে।।

না না কিচ্ছু চাইনি আমি শুধু একটু রিসার্চ করা ছাড়া।
আমিও তাদেরই দলে, মাত্র একটা পেপার চায় যারা।।

No comments:

Post a Comment