Thursday, January 3, 2019

To new beginnings (1)

কুয়াশা ঘেরা রাস্তায় পাশাপাশি হাঁটছে ওরা দুজন। অচেনা। অজানা। সামনে অনেকটা পথ চলা বাকি। সারাদিনের বৃষ্টিতে বাতাস স্যাঁতস্যাঁতে। কনকনে ঠাণ্ডা।
ছেলেটি নিজের গা থেকে কোটটা খুলে জড়িয়ে দিল মেয়েটির গায়ে।
মুহূর্তের উষ্ণতায় তৈরি হল এক নতুন বন্ধুত্ব।
To new beginnings... To a very happy new year 2019...

No comments:

Post a Comment