Wednesday, April 10, 2019

- আবার মিষ্টি খাচ্ছিস?
- হ্যাঁ তো?
- আর কত মোটা হবি?
- নিজে মিষ্টি পাচ্ছিস না বলে যত হিংসুটেপনা, না? বুঝি বুঝি। সব বুঝি।
- কে বলেছে আমি পাই না? ফ্রিজ ভর্তি এই এত চকলেট, কেক, পেস্ট্রি সব আছে।
- কিন্তু মালাই চমচম তো নেই?
- সে যাই হোক। তবে, সিরিয়াসলি। আর মিষ্টি খাস না। মোটা হয়ে যাবি।
- ল অফ কনজার্ভেশন অফ মাস রে। তুই যে ওয়েটটা লুজ করছিস, সেটা যাচ্ছে কোথায়? এই আমিই ডিপোজিট রাখছি।
- যত ঢপবাজি, না?
- তুইই তো শুরু করলি। কেউ মিষ্টি খাওয়ার সময় এরকম ইরিটেট করে?
- তা বলে...
- নো তা বলে টাবলে। বরং তুই একটু গায়ে লাগা কিছু। দিনদিন যা হচ্ছিস, একটা টাইট ব্যের হাগ দিতে গেলেই না পাঁজরের হাড় ভেঙে যায়, এই চিন্তায় টেন্সড থাকি, জানিস!
- মানে, যা তা।
- ওই হলো।

No comments:

Post a Comment