স্কুলের পুনর্মিলন উৎসবগুলি ভারি অদ্ভুত অনুভূতির জায়গা। সেদিনের সেই কালি-ঝুলি মাখা ছাই-সাদা ইউনিফর্ম ছেড়ে আজ প্রত্যেকেই ঝাঁ চকচকে, ফিটফাট। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। কেউ বা শিক্ষক, কেউ সাংবাদিক। এক কথায়, সকলেরই সামাজিক সাফল্য ও প্রতিপত্তি অভাবনীয়।
অভাবনীয়ই বটে। অন্তত সেই পুরনো নোনা ধরা দেওয়াল আর ভাঙ্গা কাঠের বেঞ্চিগুলোর কাছে। একদা বড়ই আপন রঙ-তুলি, গানের খাতা, স্কুল ম্যাগাজিনগুলো যে আজ কোন গহন গোপন কুঠুরিতে হারিয়ে গিয়েছে, ওরা ভেবেই পায় না।
শুধু বছর বছর ওই একদিন সেই মলিন ব্ল্যাকবোর্ডের গায়ে লাগে রঙিন নক্সা। আর থাকে মেরে ফেলা ইচ্ছেগুলোর স্মৃতিযাপন।
হয়তো এতেই হয় ওদের তর্পণ। এটাই ওদের ভবিতব্য।
No comments:
Post a Comment