Friday, April 12, 2019

- জানিস সকাল সকাল মনটা কেমন একটা করছে!
- কী আবার হলো?
- মালপোয়া আর ছানার জিলিপি জিলিপি করছে মনটা।
- মানে?
- কী মানে? মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে।
- ঘুম থেকে উঠেই ক্রেভিং?
- আহা, স্বপ্ন দেখলাম যে।
- স্বপ্নে মিষ্টি?
- হ্যাঁ!
- কীরকম?
- দেখলাম তুই আমাদের বাড়িতে এসে আছিস। এমন সময় তোর জ্যাঠা জেঠি এসেছেন। তুই এখানে বলে ওঁরা এখানেই এসেছেন। সাথে এই এত্ত এত্ত মিষ্টি। মালপোয়া, ছানার জিলিপি, সরভাজা। ও পাটিসাপটাও।
- খেলি?
- না হলে বলছি? কী টেস্ট রে!!! এক কামড় দিচ্ছি আর রস চুইয়ে পড়ছে। আহা। অমৃত বুঝি একেই বলে।
- কটা খেলি?
- মালপোয়া ৩টে। ও, মা জানে ২টো। ছানার জিলিপি ৩টে। ওটাও মা জানে ২টো। আর তোর ভাগ থেকেও এম কামড় করে দুটো মিষ্টি থেকেই।
- আর পাটিসাপটা?
- না। ওটা পরে।
- মানে ৬টা মিষ্টি খেয়েও আবার মিষ্টির ক্রেভিং? সুগার টেস্ট করা।
- ধুর। স্বপ্নে তো। থোড়াই সত্যি খেয়েছি।
- উহু। কোন এক মহামনীষী বলে গেছেন, ঘুমের মধ্যে এত মিষ্টি খেলে, হয় জেগে উঠে এক্সারসাইজ করতে হয়, নইলে সন্ধ্যের মধ্যে কোমর দুই ইঞ্চি বেড়ে যায়।
- যত ঢপবাজি, না?
- যা কাজ কর। উইকেন্ড এলো বলে। কাল মিষ্টি হাব যাবোখন।
- ইয়ে!!!
- ও, আর সরভাজা কটা?
- ওটাতে মা হাত দিতে দেয়নি।
- আহা রে। কাল তাহলে আগে ওটা!
- এই না হলে তুই!! মানুষ চিনতে একটুও ভুল করিনি!

No comments:

Post a Comment