Wednesday, April 24, 2019

- ফোনে স্পেস নেই, ড্রাইভে স্পেস নেই বলে বলে আর আমার মাথা খাবি না। এই বলে দিলাম।
- হঠাৎ?
- তোর পোস্টে সব আমার লাভ রিয়াক্ট করা নোটিফিকেশনের স্ক্রিন শট নিয়ে বসে আছিস। তুই কি পাগল?
- তুই কী করে জানলি? (খানিক চুপ। অপর প্রান্তে মৃদু হাসি।) তুই কী অসভ্য রে। যেই আমার পাসওয়ার্ডটা দিয়েছি, অমনি গুগল ফোটোস খুলছিস?
- আজ্ঞে না ম্যাডাম। আমি অত জবলেস নই। অটো সিঙ্কড ছিল। একবার সাইন ইন করায় আমার ফোনের সাথে সিঙ্কড হয়ে গিয়েছে। আমি নিজের গ্যালারি দেখতে গিয়ে খেয়াল করলাম।
- whatever। তুই তাও দেখবি কেন?
- আগে তুই বল, তুই এসব স্ক্রিন শট নিয়ে সেভ করতিস কেন?
- (আদুরে গলায়) ভালো লাগতো। তাই। তখনও 'কমিটেড' ছিলাম না। এগুলোই ছোট ছোট ভালোলাগা ছিল।
- আর এখন?
- এখন কী?
- এখন স্ক্রিন শট নিস না?
- নাহ!
- সব ভালোবাসা উধাও?
- উহু। এখন সব ভালোবাসা অনুভব করি। এইসব খেলো তুচ্ছ ব্যাপারে যায় আসে না।
- বুঝলাম!
- হুম। খাওয়া হয়েছে?
- না। এই খাবো।
- মিষ্টি খাস না। সেভ দ্য ক্যালোরি। রাত্রে আইসক্রিম খেতে যাবো।
- ওকে!
- তাড়াতাড়ি ফিরিস।
- চেষ্টা করবো। বাই।
- লাভ ইউ টু!
- লাভ ইউ!

No comments:

Post a Comment