Thursday, April 4, 2019

- কখন ফিরলি অফিস থেকে?
-
- এই? কীরে?
- অ্যাঁ? কিছু বলছিস?
- বলছি যে, কখন ফিরলি?
- খেয়াল নেই। তবে ঘন্টাখানেকের ওপর। বৃষ্টিটা শুরু হয়নি তখনও।
- চা খেয়েছিস?
- উহু।
- কেন?
- ইচ্ছে করছিল না। এমন রোম্যান্টিক ওয়েদার। বসে বসে কী সুন্দর বৃষ্টি দেখছিলাম।
- নিকুচি করেছে ওয়েদার। বাড়ি ফিরতে জল কাদায় পাগল হয়ে গেলাম। একটা ট্যাক্সি নেই। কিছু না। বাসগুলো ভিড়। বিরক্তিকর।
- আমি ভাবছিলাম...
- কী? এবারে একটা গাড়ি কিনলে হয়, বল?
- ওসব না। আমি ভাবছিলাম...
- বল।
- ধর বছর দশেক পর, এমনই এক বৃষ্টির সন্ধ্যেয় তোর আর আমার হঠাৎ দেখা হল কোথাও...
- কোথায়?
- ধর কোথাও।
- ধরলাম। তো?
- তাহলে তুই আমায় তখন কী বলবি?
- কী বলবো?
- সে তুই বল। তোকে জিজ্ঞেস করছি তো।
- উমম...ফ্রিজে চারটেই ডিম আছে। রাত্রের জন্য খিচুরি ডিম ভাজা করে ফেলছি। কিন্তু কাল সকালে তাতান আর তিতিরের টিফিন কী দেবো? দেখ যদি বৃষ্টিটা কমে, একবার গিয়ে নিয়ে আয় বা আনিয়ে নে তো।
- এই? এই বলবি তুই?
- বিয়িং প্র্যাক্টিকাল!
- হাউ আনরোম্যান্টিক!!
- সামওয়ান হ্যাস টু বি প্র্যাক্টিকাল টু!
- হা ঈশ্বর।




- বাই দ্য ওয়ে, তাতান অ্যান্ড তিতির?
- হ্যাঁ!
- মানে একে শান্তি নেই।
- যমজ, যমজ...

No comments:

Post a Comment