বই পড়ার অভ্যেসটা মাঝে লেখাপড়ার চাপে অনেকটাই কমে গিয়েছিল। তবুও নিয়ম করে পূজাবার্ষিকীগুলো পড়তাম।
চেন্নাইতে আসার পর একদিন কী মনে হলো কে জানে। ভাবলাম অনেক হলো এই সারাক্ষণ ওয়েব সিরিজ আর সিনেমা দেখা। আবার বইয়ে ফিরতে হবে। এখানে বসে বাংলা বই পড়ার সুযোগ প্রায় নেই বলে চলে। একটা লাইব্রেরির মেম্বার হলাম। অনলাইন বই বাছতাম। ওরা এসে দিয়ে যেতো। হোস্টেলের লাইব্রেরি থেকেও অনেক বই পড়েছি। ফেসবুকের সূত্রে অনেক ভালো ভালো বইয়ের সন্ধান পেয়েছি।
এখন দিনকাল পাল্টেছে। অনলাইনে কেনাকাটার দৌলতে চেন্নাইতে বসেও বাংলা বই পাই। প্রচুর ক্লাসিক বইয়ের পিডিএফও পাওয়া যায় সহজে। এতদিন কিন্ডল রিডারে পড়তাম। এখন সেটি খারাপ হওয়ায়, কিন্ডল app দিয়েই কাজ চালাই। দিব্যি লাগে।
শুধু মাঝে মাঝে মনে হয়। এখনো কত কত বই পড়া বাকি। এ জীবনে কি পারবো শেষ করতে সব?
ভালো ভালো বই পড়ুন। পড়ান।
বিশ্ব পুস্তক দিবসের শুভেচ্ছা জানাই সকলকে।
চেন্নাইতে আসার পর একদিন কী মনে হলো কে জানে। ভাবলাম অনেক হলো এই সারাক্ষণ ওয়েব সিরিজ আর সিনেমা দেখা। আবার বইয়ে ফিরতে হবে। এখানে বসে বাংলা বই পড়ার সুযোগ প্রায় নেই বলে চলে। একটা লাইব্রেরির মেম্বার হলাম। অনলাইন বই বাছতাম। ওরা এসে দিয়ে যেতো। হোস্টেলের লাইব্রেরি থেকেও অনেক বই পড়েছি। ফেসবুকের সূত্রে অনেক ভালো ভালো বইয়ের সন্ধান পেয়েছি।
এখন দিনকাল পাল্টেছে। অনলাইনে কেনাকাটার দৌলতে চেন্নাইতে বসেও বাংলা বই পাই। প্রচুর ক্লাসিক বইয়ের পিডিএফও পাওয়া যায় সহজে। এতদিন কিন্ডল রিডারে পড়তাম। এখন সেটি খারাপ হওয়ায়, কিন্ডল app দিয়েই কাজ চালাই। দিব্যি লাগে।
শুধু মাঝে মাঝে মনে হয়। এখনো কত কত বই পড়া বাকি। এ জীবনে কি পারবো শেষ করতে সব?
ভালো ভালো বই পড়ুন। পড়ান।
বিশ্ব পুস্তক দিবসের শুভেচ্ছা জানাই সকলকে।
No comments:
Post a Comment