Wednesday, July 3, 2019
bibah obhijan 6
- কাল রাতে একদম ভালো ঘুমোতে পারিনি।
- কেন?
- দুঃস্বপ্ন।
- কী নিয়ে? জোর করছি না। ইচ্ছে হলে বলো।
- সেই একই। anxiety। আগেও যেমন দেখতাম। যার জন্য কাউন্সেলিং করিয়েছি।
- আজকাল ওষুধ খাচ্ছ না কেন?
- ডাক্তার বারণ করেছেন। বলেছেন এখন অনেকটাই স্টেবল। তাই ডোজ কমেছিলো ক্রমশ। এখন অফ মেডিসিন।
- কিন্তু রেকারেন্ট রিপিটিং স্বপ্ন এলে?
- আই গেস টেনশন থেকে হচ্ছে এসব।
- কীসের টেনশন? বিয়ের এখনো চার মাস বাকি।
- টেস্ট রিপোর্টসের। ওগুলো তো কাল ডিউ।
- ধ্যাৎ। ও নিয়ে টেনশন কেন? ওগুলো তো রুটিন
- ধরো ভুলভাল কিছু এলো। যাতে আমাদের বিয়েটা ভণ্ডুল হয়ে যায়।
- দেখো এইচ আই ভি বা অন্য কোনো মারাত্মক সংক্রামক রোগ না থাকলেই হলো। ওগুলো হলে, সরি বস। ক্যানসেল করতেই হবে। বাকি সবেতেই আই এম ওকে। ম্যানেজ হয়ে যাবে। দেয়ার ইজ নাথিং দ্যাট মডার্ন মেডিক্যাল সায়েন্স ক্যানট হ্যান্ডল। মোস্টলি। আমার এই রোগগুলো নেই। রিসেন্টলি ব্লাড দিয়েছি। তখন এক প্রস্থ টেস্ট হয়েছে। তোমারও ধরেই নিচ্ছি, নেই। তাহলে ভয় কীসের?
- ধরো ইট টার্নস আউট যে উই আর ইনকমপ্যাটিবল টু হ্যাভ কিডস?
- Adopt করবো। সমস্যা কোথায়? ইন ফ্যাক্ট, এডোপশন ইজ আ গুড প্ল্যান এমনিতেও।
- হুম।
- কেন তোমার সায় নেই তাতে?
- মনে তো হয় আছে।
- ব্যস। হয়েই গেল। শোনো, এত ভয় পাওয়াটা কমাও তো। ইনসিকিউরিটি ঝেড়ে ফেলো। আমি একবার যে লটকে পড়েছি, কিছুতেই ছাড়বো না তোমায়। ছিনে জোঁকের মতো আঁকড়ে থাকবো। দিস ম্যান ইজ মাইন। মাই প্রেশাস ওয়ান। দেখি কোন ফোর্সের কী ক্ষমতা আমাদের আলাদা করে? আমি কথা দিচ্ছি। আমি ছেড়ে যাবো না তোমায়। কখনো না।
- অনেকটা আশ্বস্ত হলাম।
- শোনো, যখন একসাথে বাকি পথটা চলার ডিসিশন নিয়েছি, প্লিজ, কোনো কথা কখনো মনে এলে এরকম নিজের মনের মধ্যে রেখো না। আমায় নির্দ্বিধায় বলবে। কাজের কাজ না করতে পারি, অন্তত শুনে যাবো। প্রমিস, জাজ করবো না। অন্তত কথা বলে মন হালকা হবে।
- হুম। থ্যাংক ইউ। এন্ড দ্য সেম গোজ ফর ইউ কিন্তু।
- সে তুমি না বললেও আমি নিজে থেকে ঘ্যানঘ্যান করতাম।
- গ্রেট।
- তবে একটা কথা আছে।
- বলো?
- একবার তোমার ডাক্তারের কাছে আমায় নিয়ে যাবে?
- তা বেশ তো। কিন্তু কেন?
- প্রি ম্যারিটাল কাউন্সেলিং। আই বিলিভ ইট উইল হেল্প আস বোথ। দুজনেই তো নেহাৎ কম ব্যাগেজ নিয়ে ঘুরিনা...
- সে মন্দ বলোনি।
- আমি আবার কবে কী মন্দ বললাম?
- তাও ঠিক। শোনো না।
- হুম। বলো।
- তোমার সাথে কথা বলে ফিলিং মাচ বেটার। ফুরফুরে।
- লাভলি! হওয়াই উচিত। উড বি স্পাউস আফটার অল।
- বাইরের ওয়েদারও টু গুড। গঙ্গার ধারে যাবে হাওয়া খেতে?
- সাউন্ডস লাইক আ প্ল্যান।
- কতক্ষণে পারবে বেরোতে? আমি গাড়ি নিয়ে চলে আসছি।
- মেসেজ করছি!
- সি ইউ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment