Tuesday, July 2, 2019

বিবাহ অভিযান ৪



- একটা সমস্যা হয়েছে।
- কী হলো?
- আমার এক ঠাকুমা, মানে আপন না। কিন্তু ওই জ্ঞাতি। ওঁকে বাড়ির সকলে খুব মানে। সেই ঠাকুমা বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন।
- প্রশ্ন তুলেছেন মানে?
- মানে ওই কুষ্ঠী মেলানোর জন্য উঠে পড়ে লেগেছেন।
- ও।
- তোমার এতে কোনো আপত্তি নেই?
- দেখো, ওঁরা গুরুজন। আত্মীয়। যদি সামান্য কুষ্ঠী বিচার করলে ওঁরা সুখী হন, না হয় করলাম। তাতে?
- ধরো যদি সেসব করতে গিয়ে দেখা যায় যে বিয়েতে বাধা আছে কোনো। আমাদের বিয়েটা ভেঙে গেলে?
- সেদিন তো খুব বড় গলায় যুক্তি সহকারে প্রোপোজ করলে। আর আজ এই এক পাতা কুষ্ঠীর ভয়ে বিয়ে ভাঙা অবধি ভেবে ফেললে? নট ইম্প্রেসড।
- না মানে আমি তোমায় সত্যিই ভালোবেসে ফেলেছি। তোমার সাথেই সারা জীবন কাটাতে চাই। সেই গানের কথার মতো, 'আই ওয়ান্ট টু গ্রো ওল্ড উইথ ইউ'। তোমায় হারাতে চাই না। কিন্তু এসব করতে গিযে যদি বিয়েটা নিয়ে প্রশ্ন ওঠে?
- ফার্স্ট থিংস ফার্স্ট। আর কত ওল্ড হবে?? এমনিই তো বুড়ো! সেকেন্ডলি, কুষ্ঠিতে বললো বিয়েতে অমঙ্গল। অমনি সুরসুর করে বিয়ে ভেঙে দেবে? মামদোবাজি নাকি?
- না আমি ভাঙবো না। কিন্তু বাড়ির লোকজন?
- তোমার মনে হয়?
- আমার এই ঠাকুমা ব্যাগড়া দেবেন। আমি শিওর।
- শোনো, ইচ্ছে থাকলেই উপায় হয়। গড়িয়াহাটের মোড়ে অনেক জ্যোতিষীর বিজ্ঞাপন দেখবে। সবার কি বিশাল হাইফাই ব্যবসা নাকি? পসারও তেমন না। তেমন একটা কারুর কাছে গিয়ে দুটো পাঁচশোর নোট ধরিয়ে দেব। আপনে আপ রাজজোটক বানিয়ে দেবে।
- এ বাবা। গুরুজনদের মিথ্যে বলবো?
- ভালোবাসো বললে তো? এভরিথিং ইস ফেয়ার ইন লাভ। এটা তো ওয়াইট লাই।
- আর তারপর ধরো বিয়ের পর আমরা খুব ঝগড়া করলাম। বিয়েটা টিকলো না। তখন আফসোস হবে না?
- ও মশাই। ঝগড়া এমনিও হবে। ওমনিও হবে। তার জন্য বিয়েই ভেঙে যাবে? হাসালে। ইন ফ্যাক্ট, এতই কম ভরসা? ভালোবাসায় বল নেই নাকি? আমায় যে দেখছি এবার একটু ভাবনা চিন্তা করতে হবে...
- এই না না। মাইন্ড করো না। আমি জাস্ট আমার মনের কথাগুলো বলছি।
- উঁহু। লক্ষণ ভালো না। আই থিংক উই আর রাশিং আ বিট টু ফাস্ট।
- না না। মাথা ঠান্ডা করে ভাবো। আমি প্র্যাকটিক্যাল কথা বললাম।
- আমার ভালোবাসা ও কমিটমেন্টের প্রতি নিজের যথেষ্ট ভরসা বিশ্বাস আছে। তোমার ক্ষেত্রে সেখানে অভাব দেখে আমি আবার ভাবতে বাধ্য হচ্ছি।
- প্লিজ। ওয়ান লাস্ট টাইম। সরি। আমি এত গভীরে গিয়ে ভাবিনি।
- ল্যুজ টক করা স্বভাব? নাকি আজ স্পেশাল?
- অবুঝ হয়ো না। প্লিজ।
- হুম।
- বলো, হাউ ক্যান আই মেক ইট আপ ফর ইউ?
- কাল আমার সাথে ডাক্তারের কাছে যাবে। প্রি ম্যারিটাল ব্লাড টেস্টস যা করার, জেনে নেবো। কখন সুবিধে হবে বলো।
- ঠিক আছে। সন্ধ্যের দিকেই হোক। দেন উই ক্যান হ্যাভ এ কোয়ায়েট ডিনার টুগেদার। মাই ট্রিট!
- তোমায় রাগালেই ট্রিট পাওয়া যায়? জানতাম না! কাজে লাগবো!
- মানে?
- উফ। এতক্ষণ তোমার লেগ পুল করছিলাম জাস্ট।
- আর আমি দুশ্চিন্তায় একশা।
- ও! ইউ আর টু সুইট!

No comments:

Post a Comment