Thursday, July 4, 2019

বিবাহ অভিযান ৭



- প্রি ওয়েডিং শুটে রাজি হলে না কেন?
- ধুর। ওসব ছেলেমানুষি।
- কীসের ছেলেমানুষি? বিসাইডস এটা আমার শখ।
- কী যে অসুবিধায় ফেলো...
- আবার কী হলো?
- এই যে। বললে। তোমার শখ। আর আমি কথাটা ফেলতে পারবো না। এমনিতে আমি খুব ক্যামেরা শাই। ভীষণ অকওয়ার্ড লাগে। কিন্তু ঠিক আছে। তোমার শখ। ইচ্ছে। রাখতে তো হবেই।
- ও। দ্যাটস সো সুইট অফ ইউ।
- হুম।
- আমি তাহলে সায়নের সাথে কথা বলে নিই। সায়ন ইস দ্য ফটোগ্রাফার। ও একদিন মিট করে সমস্ত ব্রিফিং দেবে। তুমি কবে ফ্রি বলো, আই উইল ফাইনালাইজ দ্য ডেট।
- দেখো আগে ওর সাথে কথা বলে। ও কবে ফ্রি। সেই অনুযায়ী আই উইল মেক মাইসেলফ ফ্রি।
- তুমি না খুউউউউব ভালো।
- ছবি সেশনে রাজি হলাম বলে?
- শুধু তাই না। এটা তো জাস্ট ম্যানিফেস্টেশন। অফ ইয়োর লাভ এন্ড কনসার্ন।
- হুম।
- ও মা। ব্লাশ করছো নাকি? দেখো কান্ড।
- ধুর। ব্লাশ করবো কেন।
- উঁহু। যতই অস্বীকার করো... আই ক্যান সি।
- সি ওয়াট?
- দ্যাট ইউ জাস্ট ব্লাশড। ইভেন মোর।
- পাগল।
- অলসো দ্যাট, তুমি যতই আই লাভ ইউ বলাকে মাশি ইত্যাদি বলে কাটানোর চেষ্টা করো, ডিপ ডাউন, ইউ আর আ রোম্যান্টিক ফেলো এট হার্ট। তুমি আমার খুব যত্ন করো। রীতিমতো চোখে হারাও। একটাই রিক্যুয়েস্ট, প্লিজ বিয়ের পরেও এমনিই থেকো। একটুও পালটিও না। তোমার এই তুমিটাকেই ভীষণ ভালোবাসি আমি।
- তুমিও পাল্টাবে না, প্রমিস করো? তোমার ছেলেমানুষি, উদ্ভট উদ্ভট শখ, কথায় কথায় ঠোঁট ফোলানো...
- প্রমিস।
- কান্ট ওয়েট টু বি টুগেদার!
- মি নাইদার!

(এরপর আর কী। বিবাহ অভিযান শেষ হবে ওদের সুষ্ঠুভাবে সুসম্পন্ন বিবাহ দিয়ে। তারপর আশা করা যায় রূপকথার গল্পের মতোই, they will live happily ever after...)

No comments:

Post a Comment